ডেক্সঃ রাকিবুল ইসলাম, সিলেট।
সিলেটের শাহ পরাণ এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জননী আইডিয়াল একাডেমিতে সহশিক্ষা কার্যক্রম যোগ হওয়ার পর থেকেই এক নতুন মাত্রা যোগ করেছেন মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ)। এক বছরেরও বেশি সময় ধরে তিনি জননী আইডিয়াল একাডেমির বিতর্ক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও বক্তৃতা দক্ষতা গড়ে তুলছেন।
রবিনের নিজস্ব শিক্ষাজীবনেও বিতর্ক ছিল অন্যতম একটি অধ্যায়। ছাত্রজীবনে অংশ নিয়েছেন বহু বিতর্ক প্রতিযোগিতায় এবং অর্জন করেছেন সম্মানজনক পুরস্কার। সেই অভিজ্ঞতাকে পাথেয় করে তিনি এখন শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন চিন্তার মুক্ত চর্চায় এবং সমাজ ও জাতি গঠনে যুক্তির ভূমিকা উপলব্ধি করতে।
জননী আইডিয়াল একাডেমির কোর্স কো-অর্ডিনেটর জনাব আব্দুল্লাহ আল সাদী বলেন,
“রবিন শুধু বিতর্ক শেখান না, তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন যুক্তিবাদী ও সচেতন নাগরিক হয়ে উঠতে। তাঁর প্রশিক্ষণে আমরা ইতোমধ্যে বেশ কিছু প্রতিভাবান বিতার্কিক পেয়েছি, যারা একাডেমিক সাফল্যের পাশাপাশি জাতীয় ও স্থানীয় প্রতিযোগিতায়ও প্রশংসনীয় ফল করছে।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও বিতর্কচর্চা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিয়মিত বিতর্ক কর্মশালা, অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও আন্তঃস্কুল বিতর্ক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে ধারালো করে তোলা হচ্ছে।
রবিনের নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রশিক্ষণের ফলে জননী আইডিয়াল একাডেমি এখন সিলেট অঞ্চলে সহশিক্ষার অন্যতম রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।