প্রতিনিধি: মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
পল্লীশ্রী হোপ প্রকল্পে আওতায় বগুড়া জেলার সোনাতলা উপজেলা বিআরডিবি হল রুমে সকাল ১১ টায় সরকারি বিভিন্ন সেবাদানকারী কতৃপক্ষের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সদস্যের সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় পল্লীশ্রী সংস্থা ও হোপ প্রকল্প সম্পর্কে তথ্য বহুল আলোচনা পেশ করেন হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো মাহমুদ মানিক। সংলাপ সভার লক্ষ্য উদ্দেশ্য এবং সংলাপ সভা সঞ্চালন করেন এরিয়া কো অডিনেটর তাইবাতুন নেহার প্রীতি এছাড়াও উক্ত সভায় সকল অংশগ্রহণকারী গন নিজের এবং এলাকার সমস্যা গুলো তুলে ধরেন এবং সেবা গ্রহণ সম্পর্কে মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করেন কতৃপক্ষের কাছে সেবা সম্পর্কে বিভিন্ন বিষয় প্রশ্ন করেন। সেবা সম্পর্কে বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চায়।উক্ত সভায় সোনাতলা উপজেলার সেবাদানাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা গন নিজ নিজ দপ্তরের সেবা সম্পর্কে তথ্য বহুল আলোচনা পেশ করে বক্তব্য প্রদান করেন। সোনাতলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এফএফ দেলোয়ার হোসেন সিদ্দিকী এবং জয়ন্ত কুমার এবং অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম নাগরিক সমাজ সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
উক্ত সংলাপ সভার মধ্যে দিয়ে সেবাদানকারী কতৃপক্ষের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সদস্যের মধ্যে সম্পর্কের উন্নয়নে সেতু বন্ধন তৈরী হয়েছে।যাহা সেবা গ্রহণ ও সেবা প্রদানের ক্ষেত্রে সমৃদ্ধ হবে।সেবার মান উন্নয়নে সহায়ক হবে।
আয়োজনেঃ পল্লীশ্রী হোপ প্রকল্প বগুড়া। আর্থিক সহযোগিতায়ঃ বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশ।