1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

নিজেকে লেখা চিঠি  — রহিমা সায়ন্তানি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

নিজেকে লেখা চিঠি 

রহিমা সায়ন্তানি

 

এলোমেলো এই আমিটারে একটু যত্ন আত্মি করে গুছিয়ে রাখবেন। উদাসীনতা, বিষণ্নতা, একাকিত্বে না ভোগে একটু একটু প্রেম জাগাবেন হৃদয়ে নিজের জন্য।

ইচ্ছে করে আনমনে দু লাইন ছন্দ লিখবেন।

ছন্দ না হোক এলোমেলো অগোছালো,

যোগ্যতাহীন বাক্যও লিখতে পারেন , তবুও একটু লিখবেন। দুঃখের কথা হলেও যত্ন করে লিখবেন।

নিজেকে নিয়া কখনো বিরক্তবোধ করবেন না। কোথাও ঠকিয়ে আসবেন না,ভুল হলে প্রয়োজনে বারবার ক্ষমা চেয়ে নিবেন। অহংকার করতে যাইয়েন না।

কাউরে মিথ্যা বলার দরকার নেই।

সত্য যদি  ছুরির মতো ধারালো হয় তবুও তাই বলবেন। মিথ্যায় গা না ভাসিয়ে সত্যের ছুরি বুকে আঘাত করুক, অশ্রু ঝরুক, তবুও সত্যটা ধরে রাখার চেষ্টা করবেন।

 

হুমায়ুনের গল্পের শুভ্র যেমন চাইত, শুদ্ধতম মানুষ হতে , অন্তত তেমনি শুদ্ধ রাখার চেষ্টা করবেন নিজেকে।

শুদ্ধ না-ই বা হোক , সমস্যা নাই।

অন্তত যা করবেন স্বীকার করবেন।

জবাবদিহিতার চেয়ে বড় শুদ্ধ আর নেই আমার কাছে।

যে-সব রাগ -অভিমান- অভিযোগ আছে ,মনের মধ্যে –সব এক এক করে গুছিয়ে লিখে রাখবেন,কেউ এসে ভালোবেসে সব পুষিয়ে দিবে।

জানেন — ?

মানুষ অপেক্ষায় বাঁচে ,আশায় বাঁচে।

নিজেকে নিজের মোনাজাতে রাখবেন,, নিজেকে শুধরিয়ে নিতে চেষ্টা করবেন।যত দুঃখ থাকুক হৃদয়ে,ভালো কিছু আলিঙ্গন করুন হৃদয়ে।

আপনি যাই হোন না কেন,কারো কাছে হয়তো বা আপনি বড্ড গুরুত্বপূর্ণ।

এ জন্য নিজের জন্য, আপনাকে অনবরত চেয়ে যাওয়া মানুষের জন্য এই আমিটারে একটু যত্ন করবেন।

 

পরিচিত

রহিমা সায়ন্তানি

অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম কলেজ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park