ডেক্সঃ মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
হাতীবান্ধা(লালমনিরহাট) সংবাদদাতাঃ গতকাল সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছিয়া ধর্ষনের বিচার ও ধর্ষকের ফাসির দাবীতে বিক্ষোপ প্রদর্শন ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে।
গতকাল সোমবার সকাল ১১ টার সময় উপজেলার ভবানিপুর সিনিয়র কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ মিছিল বের করে সদর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত ১ ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী আর্নিকা খাতুন,হাসানুল মহসিন,আইয়ুব আলী ও, ভবানিপুর সিনিয়র কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম,প্রমুখঃ বক্তাগণ অবিলম্বে আছিয়া সহ সাড়া দেশে সকল ধর্ষকের দৃষ্ঠান্ত মুলক শাস্তি মৃত্যু দন্ডের দাবী জানান।