1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা কর্তৃক ৭০ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

 

মীরসরাই উপজেলা ভিত্তিক পরিচালিত সামাজিক ও মানবিক সংগঠন মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা কর্তৃক মাহে রামাদ্বান উপলক্ষে প্রতিবছরের চলমান কাজের অংশ হিসাবে প্রথম ধাপে ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

 

৭ মার্চ, ২০২৫ শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকা ১৩ নং পূর্ব মায়ানী,১০ নং মিঠানালা,৯ নং মীরসরাই সদর ইউনিয়নে ৭০টি দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য,  কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ব্যবস্থা করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, চিনি, সয়াবিন তেল, খেসারির ডাল, পেয়াজ, মুড়ি, খেজুর, আলু, চিড়া ইত্যাদি।

 

ইফতার সামগ্রী বিতরণের সার্বিক কাজ সমন্বয় করেছেন সংস্থার স্থায়ী সদস্য ও উপদেষ্টা নূরুল ইসলাম  ও সমাজ কল্যাণ সম্পাদক মামুনুর রশীদ। সুষ্ঠভাবে প্যাকিং ও বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সালা উদ্দিন মিশাল, সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, স্থায়ী সদস্য শালিক হোসেন জাবেদ উপদেষ্টা আব্দুল হান্নান, সদস্য নাঈম উদ্দিন নোমান সহ সদস্যবৃন্দ।

 

মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ধারাবাহিকভাবে প্রতিবছর পবিত্র রামাদ্বান মাসে সমাজের পিছিয়ে পড়া পরিবার গুলো যাতে অন্য সবার মত রোজা পালন করতে পারে সেজন্য আমরা ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। আগামীতেও সমাজের মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত রাখব আমরা।  এ সময় তিনি ইফতার সামগ্রী বিতরণে আর্থিক ও শ্রম দিয়ে সহায়তাকারী সংস্থার সকল শুভাকাক্ষী, উপদেষ্টা পরিষদ সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, একঝাঁক শ্রমজীবী তরুণের হাত ধরে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা। অসুস্থ ব্যাক্তিকে আর্থিক সহায়তাকে কেন্দ্র করে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে সামাজিক ও শিক্ষান্নোয়নে নিজেদের দ্যুতি ছড়িয়েছে এ সংগঠন।

 

কল্যাণ ফান্ড গঠন করে অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসা সেবা প্রদান ও অসহায়-অবহেলিত এবং সুবিধাবঞ্চিত গরিব দুঃখি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান সহ শিক্ষা উপকরণ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, কন্যা দায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে সহায়তা, প্রাকৃতিক দূর্যোগে দূর্দশাগ্রস্থ লোকদের তাৎক্ষণিক সহায়তা দানসহ এলাকার জনহিতকর সকল কাজে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মিরসরাই সমাজ কল্যাণ যুব  সংস্থা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park