1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

সাহিত্য, সততা ও আমাদের অবস্থান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সাহিত্য কেবল শব্দের কারুকাজ নয়, এটি সত্যের দ্যুতিময় পথচলা। একজন লেখকের দায়িত্ব পাঠকের সামনে এমন এক জগৎ তুলে ধরা, যেখানে চিন্তার স্বাধীনতা, ন্যায়ের অনুসন্ধান এবং সৌন্দর্যের প্রকাশ ঘটে। কিন্তু যদি কোনো সাহিত্য প্লাটফর্ম সত্যকে বিকৃত করে, মিথ্যার বেসাতি করে, তাহলে সেই প্লাটফর্মের সাথে সংশ্লিষ্ট থাকা আমাদের নৈতিক অবস্থানের সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে।

 

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন সাহিত্যের দায়িত্ব আরও গভীরভাবে অনুভব করা প্রয়োজন। সত্যকে আড়াল করে, বিকৃত তথ্য ছড়িয়ে, মনগড়া কথামালার মাধ্যমে যদি একটি সাহিত্যিক পরিসর গড়ে ওঠে, তবে তা কেবল পাঠক সমাজকেই বিভ্রান্ত করবে না, বরং সাহিত্যের মূল ভিত্তিকেও নড়বড়ে করে তুলবে।

 

সাহিত্য হলো সমাজের দর্পণ। এই দর্পণ যদি কৃত্রিম রঙে রাঙানো হয়, তবে তা পাঠকের উপলব্ধির সঙ্গে প্রতারণার শামিল। আমরা চাই সাহিত্য হোক মুক্ত, সাহিত্য হোক নির্ভরযোগ্য, এবং সর্বোপরি সাহিত্য হোক সত্যের প্রতিচিত্র।

 

যে সাহিত্য প্লাটফর্মে সত্যের অপলাপ চলে, যেখানে মিথ্যার আকর তৈরি হয়, সেই প্লাটফর্মের সাথে যুক্ত থাকা একজন প্রকৃত সাহিত্যসেবীর জন্য অসম্ভব। আমরা বিশ্বাস করি, ন্যায় ও সততার প্রশ্নে আপস করার কোনো সুযোগ নেই। সাহিত্যের মান রক্ষা করতে হলে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে এবং প্রতারক পরিবেশ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে।

 

সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য বাস্তবতার নির্যাস তুলে ধরা, পাঠকের মধ্যে বোধের উন্মেষ ঘটানো। সুতরাং, আমরা সে পথেই থাকবো যেখানে সাহিত্য তার প্রকৃত মর্যাদা ধরে রাখে—যেখানে সত্যই সাহিত্যিক সৃষ্টির মূল চালিকাশক্তি।

— মোঃ নাছিম প্রাং

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park