সিলেট প্রতিনিধি:
সিলেটের জননী আইডিয়াল একাডেমি, বাহুবল আ/এ, শাহ পরাণ এর আয়োজনে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা – ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতাটি সংসদীয় পদ্ধতিতে সম্পন্ন হয়। বিতর্কের বিষয় ছিল “ফাস্ট ফুড নিষিদ্ধ করা উচিত”।
প্রতিযোগিতায় সরকারি দলের দলনেতা ছিলেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাকমিনা জাহান সুজনা, আর বিরোধী দলের দলনেতা ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। সরকারি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন মাহাবুবা জান্নাত হিমু (৭ম শ্রেণি), মাঈশা ইসলাম (৬ষ্ঠ শ্রেণি) ও মোছাঃ তানিশা আক্তার (৫ম শ্রেণি)। অপরদিকে, বিরোধী দলের সদস্য ছিলেন নুসরাত জাহান নিশাত (৭ম শ্রেণি), জান্নাতুল জুহি (৭ম শ্রেণি), রুকাইয়া আলী সাফা (৭ম শ্রেণি) এবং আদিলা রহমান (৫ম শ্রেণি)।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল জয় লাভ করে। তবে প্রতিযোগিতায় অসাধারণ যুক্তি প্রদর্শনের জন্য নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত করা হয়।
উক্ত প্রতিযোগিতায় স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন জননী আইডিয়াল একাডেমির প্রশিক্ষক এবং বিশিষ্ট বিতার্কিক জনাব মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ) সাহেব। তিনি জানান, “বিতর্ক কেবল যুক্তি প্রদর্শনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনে সহায়তা করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা হোসেন চৌধুরী স্যার। বিতর্ক শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জননী আইডিয়াল একাডেমির এই উদ্যোগ শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বাগ্মিতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।