1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

নতুনভাবে জেগে উঠছে বরিশালের মোহামেডান ক্লাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ শেখ জিল্লুর রহমান স্বপন

২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
॥ আওয়ামীলীগ আমলে দখলকৃত বরিশাল নগরীর মোহামেডান স্পোটিং ক্লাবের জমি পুনউদ্ধার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার স্থানীয় আরবান ইসলামিয়া সমবায় সমিতি ভবনে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন দি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান। সভায় দখল হয়ে যাওয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মোহামেডান ক্লাবের জমি উদ্ধার এবং পুনরায় সেখানে ভবন নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

একই সাথে মোহামেডান ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলাধুলাসহ সামাজিক কার্যক্রম পরিচালনারও সিদ্ধান্ত হয়। একই সভায় ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব পুনর্গঠন করার লক্ষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হচ্ছেন চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চান এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ হুমায়ুন কবির ও গাজী শফিউর রহমান দুলাল, সদস্য সচিব নজরুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম মনু।

 

১নং সদস্য হচ্ছেন নাসির উদ্দিন আহমেদ বাবু, ২নং সদস্য শাহনেওয়াজ হোসেন, ৩নং সদস্য নজরুল ইসলাম নিলুসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি মোহামেডান ক্লাবের জমি উদ্ধার এবং সেখানে নতুন ভবন নির্মানে কাজ করবে। একই সাথে মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনতে সেখানে প্রতিযোগিতামূলক খেলা এবং সামাজিক অনুষ্ঠান পরিচালনা করবেন। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত যুগ্ম আহবায়াক সৈয়দ হুমায়ুন কবির, সদস্য সচিব নজরুল ইসলাম খান (ছট্টু) সদস্য সাইফুল্লাহ খান লাবু এবং সদস্য শেখ জিল্লুর রহমান স্বপন।

 

সভায় আগামী ১৭/০১/২০২৫ তারিখ রোজ শুক্রবার বাদ আসর শহীদ মিনারের উত্তর পাশে মোহামেডান ক্লাব চত্বরে পরবর্তী সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়-!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park