1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক নৌ-ঘাটে যাত্রী হয়রানির প্রতিবাদে কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ এস এম জাকারিয়া, চট্টগ্রাম

 

সন্দ্বীপবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু কুমিরা-গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া ফেরীঘাটে যাত্রী হয়রানি, বেসরকারি নৌ অপারেটদের নৌ-পরিবহন পরিচালনায় বাধা দান এবং নিত্য চাঁদাবাজির মত ঘটনা ঘটে আসছে দীর্ঘ দিন ধরে। এহেন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে নৌ-ঘাটে গিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা। এসময় সংগঠনটি উত্তর জেলার নের্তৃবৃন্দের উপস্থিতিতে কুমিরা ঘাটে বিক্ষোভ সমাবেশও করে।

 

গতকাল ১১ জানুয়ারী,২০২৫ শনিবার জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদারের নেতৃত্বে বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন শেষে কুমিরা নৌ-ঘাটে এ কর্মসূচি পালন করা হয়।

 

এসময় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, অ্যাডভোকেট আশরাফুর রহমান, শামসুল হুদা, ইলিয়াস হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নজরুল মাহমুদ প্রমুখ।

 

জামায়াতে ইসলামী উত্তর জেলা আমীর জননেতা আলাউদ্দীন সিকদার তার বক্তব্যে বলেন, সন্দ্বীপবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌ-পথে কৃত্রিম সংকট সৃষ্টি করে জোরপূর্বকভাবে যাত্রীদের পকেট হতে টাকা হাতিয়ে নেওয়ার পথ বন্ধ করতে হবে, বেসামরিক নৌ পরিচালকদের নিরাপত্তা ও নিশ্চিন্তে নৌ-পরিবহন সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি এসময় যাত্রীদের এপার-ওপার যাত্রা নির্বিঘ্ন করনের জন্য ফেরি ঘাটে কোস্টগার্ড, নৌপুলিশ ও আনসার ক্যাম্প স্থাপন করতে বিআইডব্লিউটিএ’র প্রতি অনুরোধ করেন। সন্দ্বীপবাসীর প্রতিটি যৌক্তিক ও ন্যায্যদাবি আদায়ের জন্য জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকারও ঘোষণা দেন উত্তর জেলা আমীর।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খানের প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বক্তারা আরও বলেন, নৌ-বন্দর ও উপকূলীয় নৌ-বন্দর এলাকা হতে জেলা পরিষদ বিতাড়িত হয়েছে। তাই সন্দ্বীপের চার লাখ বাসিন্দার নৌ-পথে যাতায়াতের পথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একচেটিয়াভাবে ব্যবসা করার আর কোন সুযোগ নেই। সুতরাং সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান নৌ-ঘাটে কার্যক্রম পরিচালনার পথ সৃষ্টি হয়েছে। অতএব বর্তমানে সকলের জন্য উম্মুক্ত এই নৌ-ঘাটে নতুন নতুন বিনিয়োগকারীদের প্রতি যাত্রীসেবার মান বাড়ানোর জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা ।

 

এ সময় বক্তারা তাদের বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্দ্বীপবাসীর যাতায়াত এবং উন্নয়নের পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে তাদেরকে সামাজিকভাবে কঠোর হস্তে দমন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park