1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কবি- এইচ.এম শাহেদুল ইসলাম তানভীর -এর কবিতা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

কবি পরিচিতি:

এইচ,এম শাহেদুল ইসলাম তানভীর, ঐতিহ্য বাহী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে অবস্থিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন, তিনার পিতা- বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালাহউদ্দিন আহমদ সাহেব, মাতা- রাহেলা বেগম, তার রচিত “আত্নচিৎকার” বন্যা “সমাচার” শ্রেষ্ঠ আকাবির” ইত্যাদি কবিতা সমূহ ব্যাপাক ভাবে সমাদৃত হয়েছে। এ ছাড়াও তিনি টাইমস রিপোর্ট ২৪ সহ বিভিন্ন সাময়ীকে লেখালেখি করেন। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮৯০

 

০১

আদর্শ কবি

 

আমি শুনেছি- কবিরা

সমাজের দেহচক্ষু,

সত্যের দর্পনে উপেক্ষা ক-

রেন সকল রক্তচক্ষু।

 

কবিরা অগ্নি ঝরা বসন্তের

মাঝে আগুনের স্ফুলিঙ্গ,

কবিরা হিমালয়ের মাঝে

ঘুরে বেড়ানো মুক্ত বিহঙ্গ।

 

কবিরা রচনা করেন প্রেম-

ভালোবাসার মহাকাব্য,

সৃষ্টির চেয়ে স্রষ্টার মোহ-ই

তাঁর কাব্যে বিশেষ দ্রষ্টব্য।

 

কবির কবিতা রুখে দেয়

তাবৎ অপচেষ্টা-অপশক্তি,

কলমের হামলার আঘাত

প্রতিরোধ করেন,পান ভক্তি।

 

কবিরা উত্তাল সমুদ্রের তরঙ্গ

মালায় বিপরীতমুখী স্রোত,

যা কিছু সব স্রষ্টার জন্য তবে

নেই কোন ভয়,যা হবার হোক।

 

০২

নিষ্ঠুর সমাপ্তি

 

নিষ্ঠুর জগতে নিষ্ঠুর সমাপ্তি,

নিষ্ঠুর লোকের এটাই প্রাপ্তি।

লোভ লালসা ঘোর অপ্রাপ্তি,

ফুরায় না কভু মালের তৃপ্তি।

 

নিষ্ঠুর লোকের নিষ্ঠুর হাসি,

অশ্রু ঝরাতে ব্যস্ত দিবানিশি।

যদি হয় সে কারো প্রতিবেশী,

হতে পারে না কভু আয়েশি।

 

নিষ্ঠুর লোকের ঐ নিষ্ঠুরতা,

সৃজন করে নানা জটিলতা।

অসহনীয় অপ্রিয় অসভ্যতা,

দুর্বিষহ যাবতীয় নাটকীয়তা।

 

নিষ্ঠুর লোকের নিষ্ঠুর শহর,

ছেড়ে যেতে হবে এ বাসর।

যদি না চাও কোমল আসর

গন্তব্য তবে অন্দ্বকার কবর।

 

০৩

আল কুরআন

 

বলছি আমাদের অস্তিত্বের

স্তম্ভ আল কুরআনের কথা,

যার পঠন-পাঠনে মোরা ভুলে

যাই জীবনের সকল ব্যথা।

 

বলছি অকাট্য সংশয় মুক্ত

এক মহিমাময় গ্রন্থের কথা,

যার অব্যর্থ শাশ্বত জ্ঞান চর্চাই

কেবল মোদের একক ব্যস্ততা।

 

বলছি অসংখ্য অলৌকিকতার

চিরন্তন উৎস এক কালামের কথা,

যার বর্ণিত চিরসত্য ঘটনাবলী

মোদের পথ চলার অভিজ্ঞতা।

 

বলছি সর্বশ্রেষ্ঠ কিতাবের

কথা,যেটা মানব মুক্তির পথ,

কুরআন দিয়ে গড়লে সমাজ,

গড়লে রাষ্ট্র, মানুষ হবে সৎ।

 

০৪

ভোর রাতের আজান

 

ভোর রাতের আজান শুনে

ভাঙে মোদের ঘুম!

এমন মধুর ডাক তুমি খুঁজে

পাবে না কোথাও হুম।

 

মিনার হতে হাঁকা ঐ আজান

আহা কী যে সু মধুর!

নামাজের প্রতি আহবান

যায় চলে যায় দূর-বহুদূর।

 

কোমল কন্ঠের ঐ মধুর

ধ্বনিতে পরান জুড়িয়ে যায়,

ঘুমের ঘরে অবচেতন,

মাতালরা কি তার স্বাদ পায়?

 

আস সালাতু খাইরুন মিনান

নাউম,ধ্বনি যখন শুনি,

প্রভুর সাথে মুলাকাতে চক্ষু

মশাই ঠাঁই খুলে যায় উনি।

 

দুনিয়াটা মস্তবড়,খাওদাও

ফূর্তি কর তোমরা যারা বলো

ভোর রাতের মধুর ধ্বনির

মতো কিছু শুনাও দেখি চলো।

 

০৫

যা কিছু সব আল্লাহর জন্য 

 

যা কিছু সব তাঁহার  জন্য,

তাঁরই সব স্তুতি ও বন্দনা,

অসহায়,অক্ষম,অধম বান্দা

আমি চাইছি যে করুনা।

 

যা কিছু সব তাঁহার জন্য,

যাঁর সৃষ্টি কুশলতায় অস্তিত্ববান,

পাহাড়, সাগর,নদী, জড় উদ্ভিদ

ও প্রাণ,এই বিশ্ব জাহান।

 

যার দয়া,লালন প্রতিপালনে ধন্য

সকল জিন ও ইনসান,

তাঁর ই কুদরতি পায়ে করি সেজদা

তিনি যে মহা মহিয়ান।

 

যার ইশারায় জন্ম-মৃত্যু-ফুটন-

ঝরন এ সকল কিছু ঘটে,

তাঁর ই দয়ায় সকল আপদ

বিপদ মোদের থেকে পিছু হটে।

 

যিনি বিনে নেই কোন মালিক,

খালিক,নেই কোন ইলাহ,

সুখে-দুঃখে,অসুখে-বিসুখে

তিনিই সবার একমাত্র পানাহ।

 

যিনি মোদের আহার দাতা,

রিযিক দাতা,পরম প্রিয় প্রভু,

হে করুণার আদার রব দো-

জাহানে ভুলো না মোদের কভু।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park