ডেক্স রিপোর্টঃ শাহেদুল ইসলাম তানভীর
“পাখপাখালি দেশের রত্ন” আসুন সবাই করি যত্ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ (০৩/০১/২০২৫ইং, শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচি ও প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
প্রতিবারের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাবের (NSCC) সদস্যদের অংশগ্রহন ছিলো স্বতঃস্ফূর্ত। এদিন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সাথে মেলায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী অধ্যাপক শ্রীমান দিলীপ কুমার দাস।
মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাখি দেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Team Oriental Darter (মো: সাব্বির আহাম্মেদ, মো: হামিদুর রহমান নাঈম, আরিফ হোসেন এবং জাইমা জারনাজ প্রীতি), পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান (ওমর শাহাদাত), পাখিচেনা প্রতিযোগিতায় দ্বিতীয় Team Common Myna (মো: হামিদুর রহমান নাঈম এবং পূজা মণ্ডল) ও তৃতীয় Team Olive-backed Pipit (আলী আকবর রাফি এবং জাইমা জারনাজ প্রীতি) এবং স্টল সাজানো প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
ক্লাবের সভাপতি মো: সাব্বির আহাম্মেদ বলেন: পাখিরাই প্রকৃতির ধারক-বাহক। পাখি টিকে থাকলে প্রকৃতি হবে সুন্দর। এমন আয়োজন আমাদের পাখি সম্পর্কে জানতে আগ্রহী করে, তাদের সুন্দর পরিবেশ নিশ্চিতের বিষয়ে ভাবতে উৎসাহিত করে।
সাধারণ সম্পাদক অথিয়া দে বলেন: পাখিরা প্রকৃতির অনন্য সৃষ্টি। জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে পাখিদের অভয়ারণ্য গড়ে তুলতে হবে। যেহেতু পাখি আমাদের জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ অংশ, সেহেতু পাখি সংরক্ষণে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।