কবি মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার কাটানিশার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২৯শে ডিসেম্বর ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা: হাজ্বী আব্দুল আলী রহঃ এর নিকট আরবী হরফ পরিচয় ও স্বহোদর বড় ভাই জনাব তাজুল ইসলামের কাছে বাংলা বর্ণমালা শিক্ষা লাভ করেন। তিনি ১৪৩১ হিজরী মোতাবেক ২০১০ সালে জামিয়া দ্বীনিয়া মৌলভীবাজার, সিলেট থেকে কৃতিত্বের সাথে দাউরা হাদীস (স্নাতকোত্তর ডিগ্রি) সম্পন্ন করেন। তিনি একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক, ইমাম ও শিক্ষক। তার স্বরচিত প্রায় সত্তরটি কবিতা রয়েছে। এছাড়াও একটি যৌথ কাব্যগ্রন্থ হলো: চব্বিশের গণবিস্ফোরণ। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮৮০
০১
হিংসা হতে দূরে
লেখা-লেখি করবো আমি
সত্য ন্যায়ের পথে,
বাঁধা বিপত্তি যতোই আসুক
যাবোনা অন্য মতে।
সত্য কথা লিখবো আমি
মিথ্যে নয় কভু,
ঝড়-তুফান যাহাই আসে
রক্ষা করিও প্রভূ।
তর্কে বিতর্কে জড়বো না
হিংসা হতে দূরে,
মনের সুখে ঘুরবো আমি
পাখির ন্যায় উড়ে।
আল্লাহর বিধান নবীর মতে
জীবন যাপন করবো,
চাল-চলনে সবার সাথে
সোনার জীবন গড়বো।
০২
সবাই মানুষ
রাস্তা দিয়ে চলার পথে
ডান দিকে চলো
ছোট বড় যাকেই দেখো
সালাম তাকে বলো।
হাঁটা চলা ওঠা বসায়
আদব বজায় রেখো,
হিন্দু মুসলিম সবাই মানুষ
তাই মানবতা শেখো।
হিংসা বিদ্বেষ থাকবেনা মনে
হৃদয় ভরা মানবতা,
আপন পর নেই ভেদাভেদ
কর তাদের সহায়তা।
সব মানুষই আদম সন্তান
জেনে রাখা চাই,
ধর্ম বর্ণ ভিন্ন মত
সবাই ভাই ভাই।
০৩
কষ্টই জুটে
আজও আমি জানতে পারিনি
প্রকৃত মানুষ কে!
যাকেই খুব ভালো জানি
ব্যথা দেয় সে।
ভালো লেবাসের বহু মানুষ
ধরে ভিন্ন রূপ,
ভালো মন্দ বুঝা যায়না
আছে ছলনা স্বরূপ।
এমন মানুষের পিছনে চলা
শান্তি নেই মোটে,
যতই করো সেবা যত্ন
হৃদয়ে কষ্টই জুটে।
লোক সমাজে ভালো দেখায়
নির্জনে ইবলিসের ভাই,
দুমুখি মানুষ যেথায় পাবে
তাদের দিওনা ঠাই।
০৪
ছাত্র জীবন
লেখা পড়া করে যদি
বড় হতে চাও,
সময় নষ্ট নাহি করে
পড়াশোনায় মন দাও।
সময়ের মূল্যায়ণ ত্যাগ করে
জীবন করলে নষ্ট,
সারা জীবন ভোগতে হবে
পাবে শুধু কষ্ট।
মান মর্যাদা বৃদ্ধি চাইলে
শিক্ষকদের সম্মান কর,
তাদের সুনজরে পড়লেই তুমি
হবে অনেক বড়।
ফেসবুক আর মোবাইল ফোনে
সময় করবেনা অপচয়,
এখন তোমার ছাত্র জীবন
এটাই বড় পরিচয়।
পাহাড় পর্বত ডিঙিয়ে যখন
মূল গন্তব্যে যাবে,
বাঁধা বিপত্তি কিছুই থাকবেনা
তুমি স্বাধীনতা পাবে।
০৫
তোমায় ভালোবাসি
মুচকি হেসে কথা বলে
কোথায় লুকিয়ে যাও,
প্রেমের সুধা দিয়ে তুমি
কাছে টেনে নাও।
চাঁদের ন্যায় সুন্দর তুমি
মুখে মিষ্টি হাসি
বিশ্বের সবাইকে জানিয়ে দিবো
আমি তোমাকেই ভালবাসি।
সাথি হয়ে থাকবে জীবনভর
বলবে মনের কথা,
সব আশায় পূর্ণ হবে
পাবেনা কোন ব্যাথা।
তুমিই আমার প্রিয়া সাথি
পূর্ণিমার চাঁদের আলো,
দুই নয়নে যতই দেখি
লাগে বেশ ভালো।
ফুল বাগানে গিয়ে দেখো
আছে ফুল যত,
আমি সত্যিই তোমায় ভালোবাসি
আরো অনেক শত।