1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কবি- শহীদুল্লাহ হক ভূইয়া’র কবিতা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রারম্ভিকতা: কবি শহীদুল্লাহ হক ভূইয়া, ডাক নাম  শহীদুল্লাহ, পিতা/মৃত, আব্দুর রউফ ভূইয়া, মাতা মাজেদা বেগম, স্ত্রী ও দুই ছেলে নিয়ে তাদের সুখের সংসার। কবি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ভূইয়া বংশে জন্মগ্রহণ করেন। আসলে কবি যখন ২০০১ সালে এসএসসি পরীক্ষা দেন তারপর থেকেই তার কবিতা লেখার ইচ্ছে জাগে। তার শৈশব থেকেই শিক্ষা জীবনের প্রায় ৮০ ভাগ সময় নানির বাড়িতে কাটে।তারপর কবির নিজের বাড়িতে স্থায়ি হয়ে নরসিংদী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে “ম্যানেজমেন্ট” এর উপর মাষ্টার্স (M.B.S) শেষ করেন।শিক্ষার পরিসমাপ্তিতে একটা প্রাইভেট কোম্পানিতে হিসাব বিভাগে যোগদান করেন। অবসর সময় লেখা-লেখি এবং গান শুনতে ভাল লাগে।

 

০১

প্রকৃত জিজ্ঞাসা

কি করি
ভেবে মরি
না পাই তরী
নিঃসঙ্গতা কি আমারি?

ভাবি একা
সুখ মরিচীকা
দুঃখ দেয় দেখা
এই কি ছিল রেখা?

মানুষ পাষাণ
নয় সে দয়াবান
হয় শুধু আগুয়ান
এই কি চাই প্রমান?

দুঃখী স্রষ্টার উপহার
তাই থাকে দুঃখ ভার
না পায় সুখের অপার
ক’জন পায় সে আফার?

ধনী চায় অর্থ
না খুজে অন্যের স্বার্থ
গড়ে নিজের চরিতার্থ
নয় কি তা ব্যার্থ?

পশু ও নর শিশু এক প্রাণ
তাই অবুঝ রয়েছে সৃষ্টির স্থান
সেখানে তো থাকবেই ব্যবদান
তবে কেন জ্ঞানের মাঝে ও পাষাণ?

করি অনূভব
পাই যেন রব
সেই হবে সব
তবে কেন হই দ্বানব?

ইহকাল-পরকাল দুইকাল
পরীক্ষা ও ফল প্রাপ্তির ভেরাজ্বাল
বিধির লেখা পাবে সে কর্মফল
পাবে হর্ষ বিপরীতে রবে ধুম্রজ্বাল।

 ০২

উল্লাসিত ফাল্গুন

 

আজি বসন্তের ছোয়ায়,
উল্লাসিত ফাল্গুন।
যেন নব ঊত্থানে জেগেছে,
কৃষ্ণচূড়া আর শিমুল।
গাছে গাছে না ফুটুক,
কোনো রঞ্জিত ফুল।
তবু সৃজন সন্ধানে,
এসেছে প্রাণের মূকুল।
বসন্তের কোমল হাওয়ায়,
বৃক্ষকূল হয় আকুল।
সুখের স্বপ্নীল হাওয়ায়,
প্রাণের সকলি হই ব্যাকুল।

 

০৩

একুশের লালন

 

একুশ আমার বায়ান্নর সাড়া,
তার ডাকে দীপ্ত হল দেশ।
ঘনমানুষের ভীরে যেন মন কাড়া।।

একুশ আমার ব্যাকুলতার উদয়,
হাজার মনে হাতছানি দেয়।
বাবা,মা,ভাই হারার অন্তিম সময়।।

একুশ আমার অহংকারে ঝংকার,
স্বজন হারিয়ে পেয়েছি স্বাধীনতা।
জীবন তরী ভাসিয়েছি আবার।।

একুশ আমার রণাঙ্গনের ভাবমূর্তি,
যুদ্ধে হয়েছে মোর বিজয় ধ্বনি।
রাখবনা তাই শত্রু ধ্বংশীয় স্মৃতি।।

একুশ আমার প্রভাতি অন্বেষণ,
ভূলে যাই আহাযারি আর ক্রন্ধন।
ফিরে পাই কোটি মানুষের বন্ধন।।

০৪

ভাবনার বাস্তবতা

 

মনটা আমার যা চায় তা শুধু
কল্পনার রাজ্যে বিচরন করে,

আবার যখন বাস্তবতা হয়ে ওঠে
তখন সেটা শুধুই অতীতের সজীবতার

রূপ হয়ে বেচেঁ থাকে। কিন্তু বর্তমান
বড়ই নির্মম আর তখন আমি উদাসীনতার

গ্রাসে থাকি বন্দী, অবশেষে ভবিষ্যতের
অনূভবে এসে আমি হই খুবই আশাবাদী।

কখন আমার স্বপ্ন বাস্তবে রূপ নিবে,
আমাকে করবে পরিপূর্ণ জীবনরূপী
মানুষ।

 

০৫

‘তুমি আমার’

তুমি আমার সুপ্ত বাসনা,
তাই কবিতার ভাষায় নয়
মনের আখর দিয়ে টেনেছি তোমায়।

তুমি আমার সু’নয়না,
তাই দু’চোখেতে নয়
হৃদয়ের স্পন্ধনে দেখেছি তোমায়।

তুমি আমার জোৎস্নার আলো,
তাই দিবসের আলোয় নয়
অন্তরের আলোয় দেখেছি তোমায়।

তুমি আমার নিরবতার ভাবনা,
তাই পৃথিবীর কোলাহলে নয়
শূন্যের মাঝে ভেবেছি তোমায়।

তুমি আমার প্রভাতি অন্বেষণ,
তাই কাক ডাকা ভোড়ে নয়
শিশির ভেজা স্নীগ্ধতায় খুজেছি তোমায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park