1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কবি- শিহাব ইকবাল -এর কবিতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

কবি পরিচিতিঃ
কবি শিহাব ইকবাল ১৯৭০ সালের ১৭ মার্চ, মঙ্গলবার, সকালে কক্সবাজার জেলার তৎকালীন চকরিয়া উপজেলার (বর্তমানে পেকুয়া উপজেলার) পেকুয়া ইউনিয়নের গোঁয়াখালী গ্রামে ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।পুরো নাম শিহাব ইকবাল মোহাম্মদ শহীদুর রহমান। তাঁর পিতার নাম গোলাম রহমান চৌধুরী ও মাতার নাম বেগম রিজিয়া রহমান। কক্সবাজারের ইতিহাসের বিখ্যাত জমিদার মরহুম ফতেহ আলী মাতব্বর তাঁর প্রপিতামহ। মাত্র চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন কালেই কবি শিহাব ইকবালের কবিতা লেখার হাতেখড়ি।
তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সময়োচিত ছান্দসিক প্রতিবাদ।প্রচার বিমুখ এই কবির অনেকগুলো অপ্রকাশিত গ্রন্থ রয়েছে। সেগুলোর মধ্যে জীর্ণ পাতার কুটির, সবুজের বুকে সূর্যের হাত,তৃষার জোয়ার,সফেদ কবিতা সম্ভার, তৃতীয় এক বিশ্বযুদ্ধ ও কবিতার কবুতর বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২২ সালের অমর একুশে বইমেলায় কক্সবাজার সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ কবি ও কবুতর। এর পূর্বে বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থে কিংবা যৌথ সাহিত্য সংকলনে তাঁর কবিতা প্রকাশিত হয়, যেমন : একাল আকাল, শিকড়ে শূন্যতা ইত্যাদি। এছাড়াও, বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনেও তাঁর কবিতা প্রকাশিত হয়, যেমন : দৈনিক কক্সবাজার বার্তা, দৈনিক সৈকত, মাসিক রোকসানা ইত্যাদি। কবির মোট কবিতার সংখ্যা প্রায় চার হাজার। দীর্ঘ একুশ বছর চট্টগ্রামের স্বনামধন্য ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পর বর্তমানে চট্টগ্রামের অক্সিজেনের অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। অনলাইন সাহিত্য জগতে কবি শিহাব ইকবাল একটি জনপ্রিয় নাম। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৫০৭

০১
কবিতার কবুতর

কবি তার কবিতার কবুতর ওড়াবে,
জীবনের জবানের যন্ত্রণা জুড়াবে ;
যে মানুষ অমানুষ, কী ফানুস ওড়ালো,
কী টাকায় কী পাখায় জীবিকায় জড়ালো –
তা ভেবে কিভাবে এ ভবে পাবো সুখ?
কবি চায় – বসুধায় যে হাসায় সে হাসুক!

কবিতার কবুতর, কবে তোর হবে জয়,
জীবনের জীবাণুর হবে ক্রুর পরাজয়?
ভুবনের ভবনের ভাবনাতে যারা বুঁদ,
শোষণের শাসনের শ্বাস নিয়ে খোঁজে রোদ,
তাদের আজ ভেবে প্লাস কারা কাজ তরাবে?
কবি তার কবিতার কবুতর ওড়াবে!

০২
কাব্যকথায় এঁকে দিলাম একেক জীবনচিত্র

কখনোবা দুঃখ বেশি, শান্তি থাকে অল্প ;
কখনোবা শান্তি বেশি, দুঃখ থাকে অল্প ;
কখনোবা সাফল্য বেশ, ব্যর্থতা হয় অল্প ;
কখনোবা ব্যর্থতা বেশ, সাফল্য হয় অল্প ;
একটি জীবন হয় এভাবে অল্প স্বল্প গল্প।

কখনোবা জীবন নদী আনন্দে হয় নাব্য,
কখনোবা জীবনকথা আনন্দে হয় শ্রাব্য,
কখনোবা আনন্দ হয় জীবনে দুষ্প্রাপ্য,
কখনোবা তা দেয়না ধরা, কখনো সম্ভাব্য,
একটি জীবন হয় এভাবে নব্য লভ্য কাব্য।

কখনোবা শত্রু বাড়ে, কখনোবা মিত্র,
কখনোবা অজ্ঞাত কেউ কপাল করে ছিদ্র,
কখনোবা স্বজন-সুজন খুঁজে বেড়ায় নেত্র,
কখনোবা জীবনটা খায় মহাকালের বেত্র,
একটি জীবন হয় এভাবে বৈচিত্র্যময় চিত্র।

কখনোবা পষ্ট জীবন, কখনোবা মিস্ট্রি,
কখনোবা ডিপার্ট কাহন , কখনোবা এন্ট্রি,
কখনোবা একলা জীবন, কভুও গণতন্ত্রী,
কখনোবা কালের ঘাতক, তবুও কালের যাত্রী,
একটি জীবন হয় এভাবে কষ্ট-হাসির হিস্ট্রি।

চাইলে তোমার জীবনটাকে করতে পারো গদ্য,
কিংবা তুমি করতে পারো জীবনটাকে পদ্য,
কিংবা তোমার গড়তে জীবন করতে পারো কষ্ট,
কিংবা তাকে অবহেলায় করতে পারো নষ্ট,
নিজেই তুমি নিজ জীবনের শত্রু কিংবা মিত্র,
কাব্যকথায় এঁকে দিলাম একেক জীবনচিত্র।

০৩
বিশ্বাস, অধিকার ও স্বাধীনতা

কেউ করে বিশ্বাস, কেউ তাকে ভাঙে,
ঢেউ তোলে নিঃশ্বাস জীবনের গাঙে ;
নিঃশ্বাসে বিশ্বাস যায়না তো করা,
বিশ্বাসে নিঃশ্বাস দেয় তাতে ধরা।

কেউ করে হায় হায়, কেউ হা হা হাসে,
দিন তবু যায় যায় সময়ের বাসে ;
হা হা যার হাহাকার তার পিছু চলে,
হাহাকার আহা কার এক কথা বলে?

কেউ বোঝে অধিকার, কেউ তাকে কাড়ে,
গদি আর অধিকার কমে আর বাড়ে।
গদিময় গতি হয় এই দেশে যদি ,
অধিকার হবে তার আছে যার গদি।

যে স্বাধীন সে অধীন – দু’কথাই খাঁটি,
নিয়মের মাঝে এর আছে ব্যাখ্যাটি।
‘লাঠি যার মাটি তার’ – এটা যার জ্ঞাতি,
জনতার ক্ষমতার হাতে তার মাটি।

০৪
যুগবার্তা

চেতনার আকাশে
জমে যদি মেঘ,
বেদনার বাতাসে
বাড়ে যদি বেগ,
চেতনায়-বেদনায়
বাড়ে উদ্বেগ!

প্রগতির আকাশে
গতি পেলে হ্রাস,
প্রযুক্তির বাতাসে
যুক্তি হলে নাশ,
প্রগতির-প্রযুক্তির
থাকে দীর্ঘশ্বাস!

চিন্তার আকাশ হলে
শুধু ইন্টারনেট,
হারায় অতল তলে
যদি চিন্তার নেট,
দু’নেটের এ নেটে
সভ্যতা ডেড!

বিজ্ঞান বিগ হয়ে
কমে যদি জ্ঞান,
শিক্ষার ঘাড় বেয়ে
নামে যদি মান,
সভ্যতা পস্তাবে
পশুর সমান।

এক্সেস অব অ্যানিথিং
ইজ ভেরি ব্যাড,
সাকসেস অব অ্যানিথিং
ইজ টু বি গ্রেট।

০৫
সময়ের দুই কাঁধে – ছোটে মহাকাল

কেউ ওঠে দামে আর
কেউ বোঝে দাম,
কেউ পোড়ে ঘামে আর
কেউ চোষে ঘাম,
একখানা বিষয়ের
দুই পরিণাম।
একখানা জীবিকার
দুইখানি নাম।

কেউ করে হা হা হা,
কেউ হাহাকার ;
দিন শেষে আহা হা!
শেষ ভালো কার?
একখানা জীবনের
দুইখানি রূপ,
যেই মুখে কথা, ফের
সেই মুখে চুপ।

কেউ বোঝে জীবন আর
কেউ জীবিকা,
কেউ বোঝে ভূমি আর
কেউ ভূমিকা।
একখানি মননের
দুইখানি  মান,
একখানি ভুবনের
দুইখানি গান।

কেউ হাসে, কেউ কাঁদে
শতকোটি কাল ;
সময়ের দুই কাঁধে
ছোটে মহাকাল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park