1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

প্রিয়তমার প্রতি চিঠি — লেখক রাজেক আলম

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রিয়তমার প্রতি চিঠি

লেখক রাজেক আলম

 

প্রিয় চন্দ্রিমা,

সূর্য হেলে যাওয়ার ঐ মুহুর্তে মাস্টারদা’র  কয়েকমহূর্ত বক্তব্য আমার জীবনে ছাপ ফেলে দিয়েছে । উত্তেজিত নয়, বরং দৃঢ় সংকল্প নিয়েই আমি লর্ড অ্যান্টিনো’র বাসভবনে গোপন নজরদারির দায়িত্ব নিয়েছিলাম। কীভাবে ঐ ভবনে আমার দেশ নিয়ে ছিনিমিনি খেলা হয় হাজতে মুক্তি পেলে একদিন বলবো তোমায়। রাসবিহারী লেনে  পুলিশ আমায় ধরেছে। এখন কারাগারে বন্দি ।এই বসুন্ধরায় তুই ছাড়া আমার কে আছে বল? মা গত হাওয়ার ১১বছর; বাবাকে চোখে দেখিনি তাই পুলিশ পরিবারের খোঁজ নিলে কিচ্ছুটি জানায় নি। আর দলে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন  হাওয়াই বড়ভাইদের সঙ্গে তেমন উঠাবসা  হয় নাই। আমার কারাগারে বন্দি থাকার কথা কোনো কাগজ ছাপাবে না জানি। কিন্তু এই নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই। আমি তো দেশমাতার সেবক। বাইরের বাতাস দেখার সুযোগ হইবে কিনা জানিনা তবে তোমার চোখের কাজল দেখার জন্যে আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর গদিতে লাখো লাত্থি মারার শক্তি নিয়ে জীবন জেলে বেচেঁ থাকবো। তুমি তো চন্দ্রিমা, চন্দ্র, চাঁদ, মুন তোমার কষ্ট হাওয়ার কথা নয়। তুমি দুঃখে কাঁদলে পৃথিবীর কষ্ট হবে। গ্রামের নিপুন মাষ্টারমশাই ছোটবেলায় আমায় এক ছড়া শিখিয়েছিলেন ” moon moon moon / come daily soon….

 

আর তখন থেকেই আমি বিশ্বাস করি তুমি খুব তাড়াতাড়ি করে প্রত্যেকদিনই আসবে আমার হৃদয়ে কেননা হৃদয়ের প্রবেশদ্বারে তোমার নাম লেখা রয়েছে। জেলের ভিতরের কথা তোমায় আর কি বলবো। একদিন তুমি বলেছিলে ভালো মানুষের কয়েকটি ভালো গুণ আছে। ভালো মানুষেরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, নিজের বিছানা নিজের হাতে গুছিয়ে রাখে, রান্না করতে সাহায্য করে, ঈশ্বর প্রেমিক হয়, খুব দ্রুত রাত্রে শুয়ে পড়ে । তোমার এই নিয়মমাফিক রুটিন ১দিনের জন্যও ফলো করতে পারি নি কিন্তু এই বদ্ধ জেলে সবটাই নিয়মমাফিক করি। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এই জীবন, এই কারাগার।

 

তুমি দুঃখ পাও অথচ একবারের জন্যও ভেবো দেখো না এই  অপদার্থ সরকার বাইরে আমাদের খেতে দেয় না আর জেলখানার ভিতরে দিব্যি বিনা পয়সায় আমাদের খাওয়াচ্ছে। ভগৎ সিং এর ফাঁসির আদেশ কার্যত হওয়াতে আমি দুঃখ পেয়েছি।

 

কিন্তু চন্দ্রিমা দেশের জন্য প্রাণ দেওয়া কি চাট্টিখানি ব্যাপার! শহীদ হাওয়া তো মর্যাদার।

অপেক্ষা কি জিনিস এখানে হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রিয়তমা। তোমার জন্য অপেক্ষা করছি যেভাবে  মৃত্যুশয্যাশায়ী বাবাকে ICU তে রেখে হাসপাতালের বাইরে অপেক্ষা করে বাবার বড় ছেলেটি। তুমি দুঃখ পেয়ো না ; তুমি দুঃখ পেলে কাঁচের গ্লাস ভাঙার মতো আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়। আমার দেশজননী নাগরিকদের রক্ত চুষে খাওয়া এ কালো সরকার জেলের ভিতর আমাকে যা খেতে দেয় শত রাগ, ক্রোধ নিয়ে তা আমি খেয়ে ফেলি। অনেক কিছু লিখতে চাই চন্দ্রিমা। একটা কলমের ডগা আছে কিন্তু দোয়াত না থাকায় বেশি লিখতে পারছি না। দেশের জন্য তোমার সংগ্রাম তুমি চালিয়ে যেও। এই সংগ্রাম রুখে দাঁড়াবার নয়। তুমি দেখা করতে আসলে সব্যসাচীর কাছ হইতে একটা দোয়াত  নিয়ে এসো। এই জালিম সরকারকে উৎখাত করা আমার পণ। আমার ক্রোধ আছে কিন্তু দুঃখ নাই। চন্দ্রিমা ভালোবাসা পবিত্র; আর এই পবিত্রের অংশীদার তুমি। বন্দি জীবনের ভালবাসা নিও।

 

ইতি

তোমার ফুলের মালার প্রত্যেক ফুল

তোমার নাছোড়বান্দা প্রেমিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park