1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড পেলেন কবি, কথাসাহিত্যক, আবৃত্তিকার, উপস্থাপিকা, রন্ধন শিল্পী এবং নারী উদ্যোক্তা তানিয়া তামান্না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্স রিপোর্টঃ এস এম দেলোয়ার জাহান

 

গত ২৬শে অক্টোবর ২০২৪ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, রমনা ঢাকায় সেমিনার হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা এবং ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী।

 

জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস -এর যৌথ উদ্যোগে আয়োজিত  পোয়েট্রি ফর ফিলিস্তিন কনফারেন্সে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মজিবুর রহমান মঞ্জু, বিশিষ্ট রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, মেজর জেনারেল এহতেশামুল হক, খ্যাতিমান ছড়াকার আসলাম সানী সহ সমাজের বিশিষ্টজনেরা।

 

তানিয়া তামান্না মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের ছোট মেয়ে। তিনি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এবং পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে। বর্তমানে নিজের চায়নিজ রেস্টুরেন্ট পরিচালনা করছেন। পাশাপাশি লেখালেখি, আবৃত্তি এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা সহ টিভিতে কুকিং শো এবং কালচারাল শো করছেন।

ইতিপূর্বে তিনি বিভিন্ন কালচারাল অ্যাওয়ার্ড সহ নারী উদ্যোক্তা হিসাবেও অনেক সম্মাননা পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park