না পাওয়ার গল্পটায় পূর্ণতা পাক বিষাদের বোঝা অনেক ভারি।
হারিয়ে যাওয়া মানুষটা ফিরে আসুক মন ফিরুক তার বাড়ি।
বুকের মানুষ বুকে ঘুমাক না হয় যেন আড়ি।
থাকুক কাছে, পাশে বসে হাতে হাত ধরি।
স্বপ্ন জমাক, চলুক সাথে শেষটায় দিয়ে পাড়ি।