ঈদের ছুটি, আমি যখন
যাচ্ছি গ্রামের বাড়ি,
হটাৎ দেখি এক সুন্দরী
বসে আছে গাড়ি।
চুলগুলো তার ঢেউ খেলানো
বাতাসেতে উড়ে,
দেখছি তাকে মিটিমিটি
এদিক সেদিক ঘুরে।
চোখ জোড়া তার ভ্রমর কালো
যেন পাখির বাসা,
সেই মেয়েকে পাওয়ার জন্য
সবার মনেই আশা।
সেই সুন্দরী বসে আছে
আমার সিটের পাশে,
গায়ে মাখা সুগন্ধির ঘ্রাণ
আমার কাছে আসে।
হটাৎ দেখা তোমার সাথে
বলতে পারি কথা ?
তার উত্তরে সেই সুন্দরী
নাড়ালো তার মাথা।