মোঃ আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার গাজীপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সোহাগ আহমদ এবং মাতার নাম ছমছুন নাহার। আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী ও গিয়াস নগর আলিম মাদ্রাসা থেকে JDC ও SDC পাশ করেন।
বাদেদেওরাইল ফুলতলি কামিল এম এ মাদ্রাসা থেকে আলিম শেষ করেন। কবি বর্তমানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে ফাযিল ২য় বর্ষে, ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত এবং বাংলাদেশ তারুণ্য সাহিত্য একাডেমী থেকে “একুশে পদক” প্রাপ্ত। কবির প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থগুলো হলোঃ কুড়েঘর, সাদা মেঘে উড়াই মৌনতা, বাবা বৃক্ষ, কবির কবিতা, রক্ত ভেজা একুশ, ও সাগরিকা, ইত্যাদি এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য।