এখনো অনেক সময় বাকি
বাকি অনেক পথ,
ধৈর্য ধরে এগিয়ে গেলে
মিলবে সোনার রথ।
পিছু লোকের কটু কথায়
যাস যদি তুই থেমে,
তোর কারণেই তোর জীবনে
বিপর্যয় আসবে নেমে।
লোকে কথা বলবেই
আরো বলতে থাকুক,
তোর বিজয়ে ওদের মুখে
চুন কালি মাখুক।
দুঃখ দশা সব হতাশা
এবার ভুলে থাক,
তোর বিজয়েই ওদের জবাব
জেদটা পুষে রাখ।
শুরুর আগেই শেষ হলে কি
চলবে আরে বল,
শেষের থেকেই হোক না শুরু
লক্ষ্যে অবিচল।