বাধ ছেড়ে কত মানুষ মারল
প্রশ্ন হলো বাধ কেন ছাড়ল?
ভারত এটা করল কি
অনেক দেখে বলছি ছি ছি!
ছোট্ট সেই শিশুর চাহনি
ওদের মনে এতটুকু মায়া লাগেনি।
তবুও বাধ বন্ধ করেনি,
সহযোগিতার হাত বাড়ায় নি,
এ কেমন অবিচার ভারতের
হিসেব তো মিলেনি।
এ দেশ থেকে ভারত কত কিছু নিল
শেষমেশ এই উপহার দিল।
ভারত যা করেছে বিশ্ব দেখে বুঝুক
আর বানভাসিদের আল্লাহ রক্ষা করুক।
আর কোন কিছু তে আমরা
ভারত’কে চাই না পাশে
ওরা সর্বদাই করে থাকে ক্ষতি
বন্যায় কত মানুষ ভাসে
তাই দেখে পিছন থেকে ভারত হাসে।
আমরা সকলে মিলেমিশে
বানভাসিদের পাশে দাড়াই
আর একটি শিশু – সন্তান
কেও যেন না হারাই!