বন্ধু মহান, প্রেমের দোকান
ভারত মহান দেশ,
সব নিতে চায়, চায়না দিতে
পানি ঢালে বেশ।
গ্রীস্ম এলে আটকে পানি
বর্ষা এলে ছাড়ে,
স্বাধীন জাতি শান্তিতে থাক
সহেনা বন্ধু মরে।
রাজনীতিতে কুট কুটানি
দেয় যে কত চাল,
ধন নিয়ে যায়, মন হরিয়ে
ইলিশ গিলে গাল।
বন্ধু মহান, প্রেমের দোকান
পথে কাড়ে সব,
মসজিদ ভাঙে, মন্দির গড়ে
করে হৈ হৈ রব।
ভারত কেমন বন্ধু মোদের
দেখো ভালোবাসা,
দেবেনা কিছুই নেবে সবই
পুরে মনের আশা।