1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

অসমাপ্ত ভালোবাসা  — মোঃ আসিফুর রহমান  

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

অসমাপ্ত ভালোবাসা 

মোঃ আসিফুর রহমান  

 

তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সবকিছু কেমন বদলে যাচ্ছিল। আমি ভেবেছিলাম এই পৃথিবীর ধ্রুব তারা, নক্ষত্র, আকাশ, নদী, পাহাড় সবকিছু বদলে গেলেও তুমি কখনো বিন্দুমাত্র বদলাবে না। কতই না বলেছিলে আমি সবার মতোন না, থেকে গিয়ে আমি আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিবো। মনে পরে, তোমার সেই কথাগুলি তোমার মতো দ্বিতীয় কেউ আর হবে না। তবুও আজ তুমি নেই। এটাই হয়তো নিয়তি।  মাঝে মাঝে আমার মনে হতো তুমি সেই মানুষ যার নিষ্পাপ চোখ যুগলে তাকিয়ে অন্ধের মতো যে কোনো কথা বিশ্বাস করা যায় । যার নরম বুকে মাথা রেখে নিরাপদে কাটানো যায় গোটা একটা জীবন। যাকে আগ বাড়িয়ে কখনো বলতে হবে না আমার মন খারাপ অথবা ভিষণ খুশি। অথচ দেখো আমার সব ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি জিতে গেলে। আমার সকল ভাবনার অবসান ঘটলো। তোমাকে ভালোবেসে সারা জীবন একসাথে থাকতে পারার মতো সৌভাগ্য আমার আর হলো না।  আমি হেরে গেলাম পৃথিবীর নিষ্ঠুর নিয়মের কাছে। পৃথিবীর নিয়ম বুঝতে পারা খুব কঠিন।

 

“হৃদয় ছোঁয়া মানুষটিকে ভুলে থাকা যায়,

ভুলে যেতে চাইলে মনে পরে যায়।

সব স্মৃতি গেঁথে আছে মনের কোঠায়। ”

 

ফুল শুকিয়ে গেলে মানুষ ফেলে দেয় কিন্তু তোমার অনুভূতিগুলো ফুলের ন্যায় আমি ফেলে দিতে পারি না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। তোমার অনুভূতিগুলো আজও আমার কাছে জীবন্ত হয়ে আছে। তুমি আমার এমন এক অনুভূতি, যার টানে আমি প্রতিনিয়ত মরিচিকায় ভাসি!  আমাদের আর দেখা হয় না, কথা হয় না, বাস্তব জীবনে দুরত্বটা বেড়ে গেছে তাই তুমি হয়তো ভাবতেছো আমি তোমায় ভুলেগেছি! অন্য কোনো নারী নিয়ে সুখে আছি, তোমার এসব ভাবনা নিতান্তই ভুল। তোমার দেওয়া স্মৃতিগুলো কখনোই ভুলতে দিবে না, সেই স্মৃতিময় দিনগুলো আমাকে আজীবন জ্বালিয়ে রাখবে। তোমার দেওয়া এই স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে কুরে কুরে খাচ্ছে।  এক আকাশ পরিমান ভালোবাসা ছিলো আমাদের।  কী সুন্দর মূহুর্ত। তা আর এখন নেই, অতীত হয়ে গেছে। নিয়তির খেলায় আমরা এখন দুইজন দু’দিকে।  তোমার মিষ্টি সুর আজ ও আমার কানে বাজে, কোনো এক কোকিলের সুর শুনে মনে হয় তোমার সেই মায়াবি জড়ানো কন্ঠ।  আজ তোমায় একপলক দেখার তৃষ্ণায় হাঁপিয়ে উঠছি। বুকের মাঝে কালোমেঘের আনাগোনা, চোখে মুশলধারে বৃষ্টি, বুঝিয়ে দিচ্ছে তোমার অনুপস্থতি। চোখের নিচে কালোমেঘ বুঝিয়ে দিচ্ছে, না ঘুমিয়ে কাটছে প্রহর। ভূমিকম্পে যেমন ভূধর কেপে উঠে তেমনি তোমার অনুপস্থতি আমার বুকটা কেপে উঠছে। মরুভূমির ন্যায় খাঁ খাঁ করছে বুক। ইটের ভাটার মতো ধাউ ধাউ করে জ্বলছে বুক। চিৎকার করে ও এসব যন্ত্রণা  কাউকে এসব বুঝাতে পারবো না।

 

আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। তুমি এসব জেনেও নিজেকে  আড়ালে রেখেছো। আমার জীবনে প্রতিনিয়ত কতই না ঘটনা ঘটছে, কোনো কিছু বাধা হতে পারে নি তোমাকে ভুলাতে। এমনকি পৃথিবীর এমন কোনো ঔষধ নাই যা দেহে দিলে তোমাকে ভুলে যাই।  তোমাকে ভুলবোই বা কেমনে তোমাকে যে কখনো ঘৃর্ণা করতে পারি না। আমি মারা গেলেও হয়তো তোমাকে ভুলতে পারবো কী না জানি না, তোমাকে যে পরকালে হাশরের ময়দানে আমার করে চাই। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, অসম্ভব পাগলের মতো ভালোবাসি। তুমি আমার অসমাপ্ত ভালোবাসা। যা যুগে যুগে অনিবার, কখনো নয় ফুরাবার।  এক মহাকাশ পরিমান ভালোবাসি তোমাকে, যার শুরু আছে শেষ নেই।

 

” তুমি আমার মস্তিষ্কে বাধা একগুচ্ছ ভালোবাসা, তোমাকে কখনো যাবে না ভুলা। হৃদয়ের গহিনে থেকে যাবে সারাজীবন, এই পারে পাই বা না পাই ঐ পারে তোমাকে চাই। ”

 

পাগলের মতো বিষন্নদিনগুলি কাটাতে কাটাতে দিশেহারা হয়ে পড়ছি এক একটা সেকেন্ড যেন এক একটা যুগের মতো। কিছুতেই যেন কাটছে না বেলা।আমার জীবনেরপ্রতিটা ক্ষণে, কাজকর্মে, পড়াশোনায় মন বসে না। পৃথিবীর সবকিছু থেকে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ছি, কারণ আমার পৃথিবীটাই ছিলে তুমি। তুমি বিহীন এই পৃথিবীটা যেন ঘন অন্ধকার ছেয়ে গেছে। কোনো কিছুতেই অল্পতেই হাঁপিয়ে উঠছি, যেন এক অসহায় পথিক। তোমাকে ফিরে পাওয়ার তীব্র বাসনা এই হৃদয়ে। অপেক্ষার প্রহর বুনছি পথের পানে চেয়ে। একা একা মনের অজান্তে কল্পনায় তোমার ছবি আকিঁ। ভেবে ভেবে রূপকথার রাজ্য সাজাই।বাস্তবে ধরা না দাও তবুও তুমি আমার কল্পনায়।মাঝে মাঝে তোমাকে স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গে। তখন তোমাকে ভেবে চোখ দুটো থেকে পাহাড়ি ঢল নামে,প্লাবিত হয়ে যায় মাথার বালিশ। আমার কল্পরাজ্যে তুমি রানি অথচ আমি দুর্ভাগা তোমার বাস্তবজীবন এবং কল্পজীবন কোনটাতে দখল করতে পারি নাই, আমি ব্যার্থ!

 

 

“পাখিটির অপেক্ষায় পথের পানে চেয়ে

কবে ফিরবে তুমি আপন নীড়ে! ”

 

তুমি কেমন আছো? কোথায় আছো তা জানি না! জানবোই বা কেমনে তুমি যে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছো। তুমি হয়তো ভালো আছো, ভালো থাকার জন্যই তো আমাকে জীবন্ত লাশ করে চলে গেছো। আর তোমার কখনো মনে হয় আমি ভালো নেই, তাহলে নিরদ্বিধায় ফিরে আসো,আমার সব ব্যাথা ভুলে তোমাকে বুকে নিবো। বুকের সব জায়গাটাই তোমার দখলে,এটা কখনো অন্য কেউ দখল করতে পারবে না। অন্তিমকাল পর্যন্তই এই মনে বসবাস। আমার এই অসমাপ্ত ভালোবাসায় তুমি সমাপ্তি হয়ে রয়ে গেলে ও পারতে।কি বা এমন ক্ষতি হতো!

 

“আমি তোমাকে নিয়ে মধুময় স্বপ্ন

দেখতাম যার দিগন্ত ছিলো বহুদূর।

প্রেম? সে তো না পাওয়াতে মধুর,

আর ভালোবাসা? সে তো পেয়ে সুমধুর”।

 

আমার এই একটা তুমি, তোমাকে পাওয়ার আফসোস কখনোই যে ফুরোবেনা। আমি যে খুব করে চেয়েছিলাম তোমাকে, খুব করে তাই আমরণ ভালোবেসে যাবো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park