1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ভারি বর্ষণে সবজি চাষে ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিবেদনঃ মোঃ রাকিব হোসেন 

চলতি মাসে কয়েক দিনের ভারি বর্ষণে যশোরে শীতকালীন আগাম সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।জলাবদ্ধতায় পচন ধরেছে বিভিন্ন সবজির গাছ ও চারায়। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বাজারে সবজির দাম বৃদ্ধির আশংঙ্কা সংশ্লিষ্টদের।

আগাম বাজার ধরতে যশোর সদর উপজেলার বারিনগর, চুড়ামনকাটি, হৈবৎপুর, কোদালিয়া,লেবুতলাসহ আশপাশের এলাকায় মাঠের পর মাঠে শীতের আগাম সবজির আবাদ হয়েছে। এরই মধ্যে পটল, বেগুন, শিম, করোলাসহ বেশিরভাগ সবজির ফলন এসেছে। এছাড়া মূলা, গাজর, বাঁধাকপি, ফুলকপিসহ অন্যান্য সবজি মাস খানেকের মধ্যে বাজারে উঠার কথা। কিন্তু অসময়ে বৃষ্টিতে কৃষকের আশায় গুড়ে বালি।

লাভের আশা নিয়ে এসব আগাম সবজি চাষ করে এ বছর নানা প্রতিকূলতায় পড়ে দিশেহারা কৃষক। বিশেষ করে গেল ১৬ থেকে ১৯ সেপ্টেম্বরের বৃষ্টিতে সবজি ক্ষেতে পানি জমে যাওয়ায় বিপাকে তারা। প্রতিনিয়ত ক্ষেতের পানি সেচ দিয়েও ফসল রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, দেশের সবজির চাহিদার একটা বড় অংশ সরবরাহ করে থাকে যশোর অঞ্চলের চাষীরা। তাই এ এলাকায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে সবজির সরবরাহে এর বিরুপ প্রভাব পড়বে। এতে দাম বৃদ্ধির আশংঙ্কা করছেন কৃষকসহ সংশ্লিষ্টরা।

তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে, অতিবৃষ্টিতে সবজির ক্ষেতে পানি জমে কিছুটা ক্ষতি হয়েছে। তবে কৃষকরা দ্রুত পানি অপসারণ করায় উৎপাদন খুব একটা ব্যাহত হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park