————–উৎসর্গ————–
আমার প্রিয় বাবা ও মা’কে যাদের অবিরাম ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা, আর অমূল্য শিক্ষার আলোর পথে আমি প্রতিনিয়ত পথ চলি। আমার সকল সফলতার পিছনে যাদের নীরব দোয়া আর প্রেরণা জড়িয়ে আছে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আমার প্রিয় শিক্ষকের কথা
মহান আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি সুন্দর একটা হায়াতের জিনদেগী দান করেছেন। দান করেছেন অপরিমেয় রিজিক। সেই মহান মুনিবের গোলামী করা প্রতিটি মানুষের বাধ্যতামূলক কর্তব্য। মহান রাব্বুল আলামিন মানবতার মুক্তির দিশারী হিসাবে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ দার্ষনিক, শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক, শ্রেষ্ঠ নবী ও রাসুল জনাব হযরত মোহাম্মদ (সঃ) কে, যার প্রতি সর্বক্ষেত্রে জ্ঞাপন করি দরুদ ও সালাম।
কোন ব্যক্তি ধর্মীয় অনুভূতি ছাড়া জীবনের পরিপূর্ণতা লাভ করতে পারে না। ধর্মীয় অনুভূতি মানে ধর্মান্ধ নয় বাস্তবতা। বাস্তব জীবনে প্রতি মুহূর্তে ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী চললে জীবন সুন্দর ও স্বার্থক হয়। মানসিক শান্তি বিরাজ করে সর্বপরী দুনিয়ায় শান্তি ও পরোকালে মুক্তির নিশ্চয়তা প্রদান করে। এই ঘুনে ধরা, দূর্নীতিগ্রস্থ, অশান্তি ও অনাচার যুগে ধর্মীয় অনুশাসন ছাড়া এই সমাজটাকে পূর্ণউজ্জিত করা সম্ভব নয়। এই ক্ষনস্থায়ী যুগে চলাফেরা করার পথে মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে কয়েকজন বন্ধু বা পরামর্শ প্রদানকারীর প্রয়োজন হয়, যারা জীবনে চলার পথ সুগম করতে সহায়তা করে। প্রত্যেকের উচিৎ বন্ধু বা পরামর্শকারী বেছে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা। বন্ধুরা বিপদে পাশে দাড়াবে, ভুল করলে সংশোধনের পরামর্শ প্রদান করবে, পরকালে মুক্তির পথের সহায়তা করবে ও সাথী হবে। এই সকল বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কমপক্ষে একজন হয়ে উঠুক এই কামনায় এই পর্যন্ত।
মোঃ জুলফিকার আলী মোল্যা
সিনিয়র শিক্ষক (ইংরেজি)
ভূঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com