শরৎ ভোরে দিগন্ত জুড়ে
খেলে রৌদ্র হাসি,
নীল আকাশে সাদা মেঘের
মেলা যে কি খাসি।
কাশবনের সাদা ঝিলিক
দুলে দুলে যায়,
শিশির ভেজা নদীর জলে
চাঁদের রূপ ছায়।
শিউলি ফোটে আঙিনাতে
গন্ধে ভরে ঘর,
দোয়েল গেয়ে ভোরের সুরে
জাগায় সবার পর।
ধানের ক্ষেতে সোনার ঢেউ
খেলে হাওয়ার ছোঁয়া,
কৃষকের মুখ আনন্দ ভরে
শ্রমে মেলে গোয়া।
বাংলার এই প্রকৃতিতে
আনন্দের রাগ,
শরৎ এলো হাসি নিয়ে
ভরল প্রাণের বাগ।