নীল আকাশে উড়ে যায়,
পাখিটা গান গেয়ে যায়।
ডানা মেলে কত যে দূর,
মেঘের সাথে করে সুর।
টাপুর-টুপুর বৃষ্টি নামে,
পাখি ডাকে আপন মনে।
ফুলের বনে গায় সে গান,
শুনে খুশি হয় যে প্রাণ।
সূর্য ওঠে ভোরের আলোয়,
পাখি আসে ডালপালাতে।
টুইট টুইট মিষ্টি গানের সুরে,
ডানা মেলে আকাশ পুরে।
আকাশ জুড়ে রঙের খেলা,
পাখির সাথে মনটা ভেলা।
যেখানে যায়, হাসি ফোটায়,
পাখিটা সুখের গান শোনায়।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com