আয়নাঘর
এস এ বিপ্লব
নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ইচ্ছা শক্তি আইডি নং ০০২০২২০৮৬৯
আয়নাতে শুধু নিজেকেই দেখা মিলে
আয়নাঘরেও তাই নিজ ছাড়া আর কারো
সাথে দেখা নাহি ছিলে।
কত ঘরের নাম শুনেছি মাটির ঘর
দালান ঘর,কবর ঘর
এ ঘর টির নাম কেন হলো আয়না ঘর।
এখানে তার বিরুদ্ধে যে, তাকেই যেন বন্ধী কর।
এ ঘর যেন ঘর নয়
মানুষ মারার ফাঁদ – ই হয়।
যে বানিয়েছে মানুষ মারবে বলে
বুঝতে বাকি নেই সে তো নয় আপন
সে যে পরের চেয়েও পর,
বাহিরে লেবাস, ভিতরে সাপ বিষধর।
কত মানুষের জীবন নিয়ে করেছে ছলনার ছল
তার বিচার কে করবে বল খোদা বল!