মোঃ মুকিত ইসলাম ২০০৬ সালের ২০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার ইসলাম নগর গ্রামের মধ্যবিত্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল আলীম এবং মাতা মোছাঃ রেহেনা বেগম। তিনি তার পিতা মাতার বড় সন্তান। তিনি ছোট থেকেই ছিলেন মেধাবী ও চঞ্চলতা স্বভাবের। ছোট থেকে তিনি সাহিত্য অনুরাগী ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি হাতে প্রথম কলম তুলে নেয়। ২০২২ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্কুল জীবন নামক কবিতা লেখার মাধ্যমে সাহিত্যঙ্গনে তার প্রবেশ ঘটে। এরপর তার দুই বন্ধু মোঃ আলিফ ও ভাগ্য রায়ের অনুপ্রেরণায় তিনি লেখালেখি শুরু করেন। তিনি তার নিজ গ্রাম ইসলাম নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এস এস সি পরীক্ষা দেন এবং কৃতিত্বের সাথে পরবর্তী ক্লাসের জন্য উত্তীর্ণ হন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লেখালেখি করেন এই উদীয়মান তরুণ কবি। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮৮৬
০১
মানুষ
গাহি সাম্যের গান
মানুষ মানুষের জন্য এ কথা বলি বারেবার
শপথ করো ভাই করবে না মানুষের প্রতি অবিচার।
আমরা ভাই মানুষ এটাই আমাদের পরিচয়
মানুষ হয়ে অন্য মানুষের করো না আর ক্ষয়।।
এসো আজ সব ভুলে যাই ধনী গরীব উচু নিচু জাত
তবে তুমি অর্জন করিবে মনুষ্যত্বের ছিফত।
মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ায়
তবে সে মানুষ হয়ে কোনো যে লাভ নাই।।
সকল মানুষ একে অপরের ভাই
এ মূল বাণী আমরা কেন ভুলে যাই?
এসো আজ ধনী গরীব, জাত ভেদাভেদ ভুলে যাই
সব কিছু ছেড়ে সাম্যের গান গাই।।
০২
নারী
নারী তুমি আল্লাহ তায়ালার দেওয়া রহমতের বন্যা
নারী তুমি কোনো ভাগ্যবান পিতার ভাগ্যবান কন্যা।
নারী তুমি সংসার গড়ার আজব মিস্ত্রি
নারী তুমি পূর্ণবান স্বামীর পূর্ণবান স্ত্রী।।
নারী তুমি এক মহা মূল্যবান ধন
নারী তুমি সৌভাগ্যবান ভাইয়ের সৌভাগ্যবান বোন।।
নারী তুমি ভাগ্যবান সন্তানের ভাগ্যবান মা
নারী তুমি ভালোবাসার এক নিরুপমা।।
নারী তুমি একমাত্র জান্নাত অধীকারিনী
নারী ইসলাম তোমায় বলে তুমি ঘরের রাণী।।
০৩
কবর
ওহে মানব ভুলো না আজ পৃথিবীর চাকচিক্যে
একদিন যে হবে তোমায় মরতে।
আজ তুমি ভুলে গেছো খোদাকে করতে স্বরণ
একদিন আজরাইল তোমায় দান করবে মৃত্যুবরণ।।
এই দুনিয়ায় কেউ নয় কারো আপন
মরে গেলে সকলে তোমায় করবে যে দাফন।
এই জীবন কেবল মাত্র ক্ষনিকের জন্য
সকদিন সকলকে হতে হবে যে খোদার স্বরণাপণ্য।।
ক্ষুদ্র এই জীবনে তুমি যতই কাটাও সুখ সাছন্দ্য
কুরআন- কাৃলাম বলে মৃত্যু অবধারিত সকলের জন্য।
আজ পরছো তুমি ভাই রঙ,বেরঙ এর কাপড়
দিন শেষে একদিন তোমায় পরতে হবে সাদা কাফনের চাদর।।
আজ যদি তুমি করো আল্লাহ তায়ালার কাম
পরকালে আপন হবে তোমার কুরআন কালাম।
কি আর হবে এখন অর্থ সম্পদ অর্জন করে
পাড়ি দিতে হবে একদিন সকলকে শূন্যে সব ছেড়ে।।
কি হবে ভাই এত হিংসা, অহংকার করে?
ডাক পরলে যে হবে ওই অন্ধকার কবরে।
ছাড়তে হবে একদিন সকলকে বাড়ি ঘর
সেদিন আপন হবে তোমার একমাত্র কবর।।
০৪
চাই না এমন দেশ
চাই না আমি এমন দেশ
যে দেশে নেই মানুষের স্বাধীনতা।
চাই না আমি এমন দেশ
যে দেশে নেই কোনো মানবতা।।
চাই না আমি এমন দেশ
যে দেশে পাই না স্বীকৃতি তরুণ কবিরা।
চাই না আমি এমন দেশ
যে দেশে সন্মান পাই না তরুণ খেলোয়াড়েরা।।
যে দেশে মানুষ আজ
আত্মসন্মান পাই না
সেই দেশ আজ আমি চাই না।।
যে দেশে ধর্ষণ মামলার
কোনো বিচার হয় না
সে দেশ আজ আমি চাই না।।
যে দেশে গরিবের রক্তের কোনো মূল্য হয় না
সে দেশ আমি আর চাই না।।
চাই না আজ আমি আর এমন দেশ
যে দেশে পাগলির নেই কোনো নিরাপত্তা।
আজ মনে হচ্ছে লাভ নেই এই স্বাধীনতার
এখন মনে হচ্ছে এর থেকে ভালো ছিল পরাধীনতা।।
০৫
পরিবার
মা-বাবা, ভাই-বোন সন্তান নিয়ে হয় পরিবার
রক্তের এমন বন্ধন নেই তো কোথাও আর।
সবাই থাকি মোরা মিলেমিশে একসাথে
বিপদে আপদে পাশে থাকি কাঁধে কাঁধ মিলিয়ে।।
পরিবার মানে একটি হৃদয়ের বন্ধন
এক সুতোতে গাঁথা আছে সবার জীবন।
পরিবার হলো জীবনে বেঁচে থাকার ছায়া
ছিন্ন করা যাবে না কখনো পরিবারের মায়া।।
যখন বিপদে তুমি নিজেকে ভাবো অসহায়
নিঃস্বার্থ ভাবে তখন পরিবার পাশে এসে দাঁড়ায়।
মা-বাবা, ভাই-বোন থাকলে হবে না কোনো অভাব
পরিবারের শিক্ষা পালটে দেবে তোমার চরিত্র স্বাভাব।
পরিবার তোমায় দেখাতে পারে জীবনের আলো
একমাত্র পরিবারই পারে কাটাতে পারে আধার, কালো।
পরিবার দেখাতে পারে তোমায় সফলতার দুয়ার
ভালোবাসার আরেক নাম হলো পরিবার।।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com