1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কবি- এস এ বিপ্লব এর ৫টি কবিতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

কবি পরিচিতঃ

এস এ বিপ্লব

এস এ বিপ্লব, গ্রাম – নগর পাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। শিক্ষা – এল এল বি, এম এস এস। একাধারে – কবি,কলামিস্ট ও গল্পকার। পেশা– শিক্ষা নবীশ আইনজীবী, নারায়ণগঞ্জ জজ কোর্ট। লেখার শুরু – ১৯৯৮ সাল। প্রথম প্রকাশ – ডান্ডিবার্তা ২০০৫। প্রথম জাতীয় পত্রিকা প্রকাশ- ইত্তেফাক ও মানবজমিন ২০০৬। প্রথম বই যৌথ-২১ মায়ের আচঁল । প্রথম একক বই- নির্বাচিত কলাম “রিষ”।  তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮৬৯

 

 

০১

সেবায় নয় টাকায় হয়

 

চিকিৎসায় ভালো হোক বা না হোক

টাকা কিন্তু সে নিবেই তাই বুঝি না

ডাক্তারের কাজ কি সেবায় না টাকায়?

 

পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেওয়ার

সে করুক বা না করুক বেতন সে পাবেই

তাই বুঝিনা পুলিশের এ কাজ সেবার না টাকার?

 

মানুষ গড়ার কারিগর বলি যাকে

এ যুগে তেমন একজন দেখা যায় না সেই তালেব মাস্টার কে

তাই বুঝিনা এ কাজ কি সেবার না টাকার?

 

রাজনীতি তে দেখি ভোটের আগে জনগণের পাশে দাড়াতে

আর ভোটের শেষে সকল কে হারাতে

তাভ বুঝিনা এ কাজ কি সেবা না টাকা?

 

যান বাহন দুর থেকে দুরে পৌছে দেয়

সেখানেও অর্থ নেয়

তাই বুঝিনা এ কাজ কি সেবার না টাকার?

 

এভাবেই শ্রমিক, দিনমজুর ও সকল পেশার মানুষগণ

কাজের বিনিময়ে টাকা নেয় সর্বজন।

তাই বুঝিনা কোনটি কাজ আর কোনটি সেবা?

 

সত্যি বলতে যা বুঝি, সেবা কোথায় তাই খুজি।

সেবা হলো সেইটা মুহাম্মদ (সাঃ), শেরে বাংলা,

মাদার তেরেসা আর বঙ্গবন্ধু করেছে যেইটা।

পৃথিবীতে এখন সেবা নেই,

কেননা সেবায় হয় না বিনিময় আসলে এ যুগে সেবায় নয় টাকায় সব হয়।

 

 

০২ 

ধুমপান

 

ধুমপান——-

গোপনে বা প্রকাশ্যে এখনো চলছে ধুমধাম

প্রকাশ্যে করিলে জরিমানা সহ আছে কিছু আইন

৫০ টাকা বা কিছু বেশী জানি তার নাম

কিন্তু নেই বাস্তবায়ন, নেই তার কোন দাম

তাই ধুমপান বন্ধ হচ্ছে না এতটুকি ছিমছাম!

 

গ্রামে-গন্জ্ঞে তো আছেই শহরেও

দেখি রাস্তায় কিংবা চায়ের দোকানে

হারিয়ে যায়, যাচ্ছে মহা আনন্দে।

আইন করে কোন কিছু হয়নি বন্ধ

এ যেন এক দা-কুমড়া দ্বন্দ্ব।

 

ধুমপান……….

কেউ করে আবেগে

কেউ বা আবার শখে

কারো পায় নেশায়

কারো বা মনের খোরাক

সবাই জানে ধুমপানে

নিশ্চিত মৃত্যু বুঝে নাহি মানে।

 

দেশ, জাতি কেউ আছে কি এ থেকে বাচাতে

আসুন ধুমপান থেকে দুরে সরে

দেখি জীবন কে পারি কিনা সাজাতে।

 

 

০৩ 

মশা কাহিনী

 

মশা তো ক্ষুদ্র,তুচ্ছ তবুও

আলোচিত আজ দেশ বা বিশ্ব।

মশা নিয়েও চলছে নানা কাহিনী

তাই যেন পিছু ছাড়ছে না মশার বাহিনী।

 

সারাদিন থাকে চুপচাপ

রাত হলেই করে উংপাত।

দিনে থাকে তারা আড়ালে

রাতে দল বেধে আসে সরেজমিনে।

যদি বলি মশা শব্দ থেকে মশারী

কিস্তু তবুও মশা থেকে না বাচি।

 

মশা থেকে আমাদের বাচাবে এমন কেউ আসবে কি?

মশা নিয়ে করবে না যে বানিজ্য আর দূর্নীতি।

এতো মশা বাড়ল কেন?

মশাতেই মারবে যেন।

 

মশা দুর করার দায়িত্ব নিবে কে

সমাজ,সিটিকঃকিংবা সরকার উত্তর দিবে কি সে

মশার উংপাতে মরেছিল নমরুদ

তাহলে তারা কি চায় আরো কিছু মরুক।

মশা দুর করতে সকলেই এগিয়ে আসেন

আড়ালে নয় কাজেই না হয় প্রমাণ দিলেন।

 

 

০৪ 

সন্ত্রাস – সততা মূল্য কোনটা

 

অস্ত্র দিয়ে ছিনতাই, খুন, গুম প্রভৃতি

যে করে তাকেই তো সন্ত্রাস বলে

সন্ত্রাস করে করেছে রাজ-প্রাসাদ

টাকা-পয়সা আরো কত জমি

সমাজ-সংসারে চলছে দাপটে

যেন সুখের স্বর্গ বানিয়েছেন তিনি।

 

কত সম্মান আর কত পায় সালাম

জানি না বায়ে না ভয়ে যা দেখলাম।

আহা-হা কোন কিছুর নেই তার অভাব

বয়সের দিকে এসে হজ্জ করেছে

তবু্ও যায়নি সন্ত্রাসী স্বভাব।

 

অন্য দিকে —–সত্য, আর্দশের প্রতীক আর আলোকিত

হওয়ার পথ দেখায় যিনি তাকেই তো বলি সংব্যাক্তি বা সততা

বলুন তো  সমাজে তার দাম আছে কতটা

সংপথে থেকে হয়নি এক খন্ড জমি

নেই টাকা, বাড়ি-গাড়ি, অনাহারে থাকে দু-একবেলা

কোন দাপট নেই একদম একা

কটা লোকেই বা তাকে চিনে

তাই সবাই করে অবহেলা।

সমাজ সংসারে দেখেও আমরা খুজি না

মানুষ +অস্ত্র নিয়ে কেন হয় সন্ত্রাস

শিক্ষিত, সততা নিয়েও ধুকে ধুকে মরতে

হয়,হবে সেটাও বুঝি না।

 

আসলে সন্ত্রাস না সততা

সমাজে মূল্য বেশী কোনটা

জাতির কাছে এমন প্রশ্নের উত্তরটা

জানচে চায় আমাদের মনটা।

 

 

০৫

লাগবে পানি…

 

ব্যাগ র্ভতি পানি হাতে নিয়ে

২০২৪ এর কোটা আন্দোলনে

দাড়িয়ে বলেছিল একটি ছেলে

পানি লাগবে পানি…..

সবাই কে করেছিল মুগ্ধ

তার সেই মুখের বানী

ওরা করে দিয়েছে স্তব্ধ।

 

আর কেউ বলবে না পানি লাগবে পানি!

নিজের জীবন বিপন্ন করে

করিযেছে সবাই কে পানি পান

নিজেই করতে পারে নি

কেড়ে নিয়েছে তার পূর্বেই

সেই মানুষটির প্রান।

 

তার হাতে তো অস্ত্র ছিলনা

তবুও ওরা বাঁচতে দিল না।

কোটা আন্দোলনে বিজয়ী

মুগ্ধ তার নাম।

জীবনের বিনিময়ে এখন

হয়েছে তার অনেক দাম।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park