২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল
প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সম্প্রতি প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির কোচ দরিভাল জুনিয়র।
কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের সময়টা যাচ্ছে না ভালো । ফিফা ফেন্ডলি ম্যাচ কিংবা বিশ্বকাপ বাছাই সবখানে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে হেরে সেই হতাশার কালো মেঘটা যেন আরো ভারি হয়েছে ব্রাজিলের। কিন্তু সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। তাই তো আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল বললেন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল।
ব্রাজিলিয়ান কোচের বক্তব্য, ‘আমার মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’ দোরিভাল এও বিশ্বাস করেন তার দল দৃশ্যমান খেলার দিক থেকে উন্নতি করছে।
শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আগে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল। ৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়। কিন্তু এরপরেও দলের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্ট কোচ, ‘’দল হিসেবে আমরা নিজেদের সেরা খুঁজে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। বল রিকোভারিতে আমরা ভাল করছি। প্রতিপক্ষ দুই থেকে তিন পাস দেয়ার পরই আমরা ট্রানজিশন ফিরে পাচ্ছি।