“২০২৪ সালে আমার অর্জন ও ২০২৫ সালে আমার লক্ষ্য”
অথই মিষ্টি
পরিচয় পর্বে অতি সংক্ষিপ্ত আকারে বলা যায়, আমি অথই মিষ্টি, একজন ক্ষুদে লেখক মাত্র বলিতেছি নিজের কথা।
২০২৪ সালে অর্জনের সীমানা ভাঙা অর্জন হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং ৫ই আগস্টের স্বাধীনতা, আর উক্ত আন্দোলনকে কেন্দ্র করে ‘ ইচ্ছাশক্তি প্রকাশনী ‘ কতৃক প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘চব্বিশের গণবিস্ফোরণ’ নামক বইয়ে স্থান পায় আমার লেখা ২ টি কবিতা। যার প্রথমটির নাম ‘৫ই আগস্ট’ এবং দ্বিতীয়টির নাম ‘রাজাকার’।
সেই সুবাদে ইচ্ছাশক্তি প্রকাশনীর পক্ষ থেকে আমাকে প্রদান করা হয় একখানা লেখক/কবিত্বের সনদ এবং মহামূল্যবান সম্মাননা সারক ক্রেস্ট। একই সঙ্গে ‘সাহিত্যবিদ্যা প্রকাশনী’ কতৃক প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘ছুঁয়ে দাও কল্পনায়’ বইয়ের পাতায় প্রকাশিত হয় আমার লেখা ‘অদিতি’ কবিতা যার ফলে উক্ত প্রকাশনীর কাছ থেকে আমি পাই লেখক সম্মাননা সারক ক্রেস্ট ও কবি/লেখক সনদ পত্র যা আমার এই নাতিদীর্ঘ জীবনের এক অপ্রত্যাশিত সীমাহীন পাওয়া (আলহামদুলিল্লাহ) । একই সাথে ২০২৪ সালে একাধিক ই-ম্যাগাজিনে অনলাইন ওয়েবসাইটে আমার লেখা কবিতা, গল্প প্রকাশ হয় যেমন, কাশফুল ও বিশ্বনবী ই-ম্যাগাজিন, তরুন প্রান্তর ফ্লিপবুক, ইচ্ছাশক্তি ওয়েবসাইট, কবিতা গাঁ ওয়েবসাইট, গল্প কবিতা ডটকম ওয়েবসাইট, কবিতা ককটেল ওয়েবসাইট সহ বাংলার কবিতা ওয়েবসাইটে আমার একাধিক লেখা প্রকাশিত হয়েছে ২০২৪ সালে।
একাধিক অর্জন নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামীন এর শুকরিয়া আদায়ের সাথে ২০২৪ সালকে বিদায় জানালাম মন থেকে।
২০২৫ সালে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে সত্য, সুন্দর, বাস্তবতা, কল্পিত সহ যুগোপযোগী সাহিত্য কর্ম উপহার দেওয়ার চেষ্টা করবো, আশাবাদী যা প্রত্যেক সাহিত্য প্রেমীদের হৃদয়ে কড়া নাড়বে। এছাড়াও ২০২৫ সালে আমার লক্ষ্য সত্যের সন্ধানে একটি একক কাব্যগ্রন্থ প্রকাশ এবং ২০২৪ সালে পরিকল্পিত ও শুরু করা উপন্যাসের পরিসমাপ্তি ইনশাআল্লাহ…