1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

১৩ বছরে আইপিএল দল! রেকর্ড বইতে সূর্যবংশী!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আকাশ দাশ সৈকত

 

মাত্র ১৩ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়ে রেকর্ড বইতে নিজের নাম তুললেন বিহারের কিশোর ক্রিকেটার ভৈবব সূর্যবংশী।

 

ভৈরব সুরিয়াবংশী! আইপিএল নিলামে নাম উঠিয়ে আগে থেকে গুঞ্জন তুলেছিলেন ১৩ বছর বয়সী এই বিহারের ক্রিকেটার । তবে সৌদি আরবের জেদ্দায় এতো অল্প বয়সে আইপিএলের দল পেয়ে রীতিমতো যে হৈ-চৈ ফেলে দিবেন সেটা বা কয়জন ভেবেছে….? নিলামে মাত্র ৩০ লাখ টাকার ভিত্তিমূল্য ছিলো সুরিয়াবংশীর । সেখান থেকে সংখ্যাটা উঠিছিলো ৭০-৮০ লাখের ঘরে ।  তবে সেইখানে থেমে থাকেনি একপর্যায়ে এই কিশোরের দাম ছুয়ে যায় কোটির ঘর। যেখানে  তাকে নিয়ে টুর্নামেন্টের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস আর রাজস্থানের রয়্যালসের মধ্যে  কড়াকড়ির যুদ্ধটা হয়েছে বেশ। শেষ পর্যন্ত দিল্লি এক কোটিতে থেমে গেলেও হাল ছাড়েনি রাজস্থান । আর তাতে বোঝা যায় আইপিএলে তিনি কতটা স্পেশাল হতে যাচ্ছে আসন্ন মৌসুমের জন্য! নিজের প্রথম আইপিএল আসরে ১ কোটি ১০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হওয়া এই কিশোর নিজের সেরার কতটা দিতে পারবে রাজস্থানকে আসন্ন আসরে সেটা এখন দেখার বিষয় ।

 

আইপিএলের পরবর্তী আসরে রাজস্থান রয়্যালের সূর্যবংশীর সাথে ডেসিংরুমে দেখা যেতে যাবে স্যাঞ্জু স্যামসন, জোফ্রা আর্চার , যশ্বী জয়শাল , রায়ান পরাগের মতো ক্রিকেটারদের । তাছাড়া যদি মাঠে নামে তাহলে প্রতিপক্ষ হিসেবে সূর্যবংশী খেলতে পারেন টেন্ট বোল্ট, হ্যাজলউড প্যাট কামিন্সের মতো তারকা পেসারদের বিপক্ষে ।

 

শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম । প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০।  তবে জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। এছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতেও খেলেছেন বৈভব। ৫০ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি করেছেন বৈভবের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি ও করেছেন।

 

একনজরে আসন্ন মৌসুমে রাজস্থান রয়্যাল!

রিটেইন করা ক্রিকেটার: সাঞ্জু স্যামসন (১৮ কোটি), ইয়াশভি জায়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

 

নিলাম থেকে নেওয়া: জফরা আর্চার (সাড়ে ১২ কোটি), মাহিশ থিকশানা (৪ কোটি ৪০ লাখ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৫ কোটি ২৫ লাখ), আকাশ মাধওয়াল (১ কোটি ২০ লাখ), কুমার কার্তিকিয়া (৩০ লাখ), নীতীশ রানা (৪ কোটি ২০ লাখ), তুষার দেশপান্ডে (সাড়ে ৬ কোটি), শুভম দুবে (৮০ লাখ), যুধবীর সিং (৩৫ লাখ), ফজলহক ফারুকি (২ কোটি), বৈভব সূর্যবংশী (১ কোটি ১০ লাখ), কোয়ানা মাফাকা (দেড় কোটি), কুনাল রাঠোর (৩০ লাখ) ও অশোক শর্মা (৩০ লাখ)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park