1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

হেদায়েতের গল্প —– আসিফ মিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

গ্রামের এক যুবক ছিলো নাম শাহরিয়ার সোহান। ছোটবেলা থেকেই তার মন ছিলো দুষ্টুমি আর খেলাধুলায় ভরা। নামাজ-রোজা, কুরআন—এসব তার কাছে ছিলো দূরের ব্যাপার। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, গান-বাজনা, মোবাইল—এসবেই সে বেশি সময় কাটাতো।

 

একদিন হঠাৎ তার জীবনে ঘটে গেলো বড় পরিবর্তন। গ্রামের পাশেই এক সড়ক দুর্ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু মারা যায়। বন্ধুর জানাজায় গিয়ে সে প্রথমবার গভীরভাবে মৃত্যুর কথা ভাবতে শুরু করে। মনে হলো—”আজ সে গেছে, কাল তো আমিও যেতে পারি!”

 

সেই রাতেই ঘুমাতে গিয়ে সে অস্থির হয়ে উঠলো। চারপাশ অন্ধকার, কিন্তু অন্তরের ভেতরে এক অদ্ভুত আলো জ্বলে উঠলো। সে আল্লাহর সামনে হাত তুলে বললোঃ

 

“হে আল্লাহ! আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও। আমাকে হেদায়েত দাও।”

 

এরপর থেকে তার জীবন বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে সে নামাজ শুরু করলো, মসজিদে যেতে শুরু করলো। একদিন ইমাম সাহেব তাকে বললেনঃ

“হেদায়েত এমন এক আলো, যেটা আল্লাহ যার হৃদয়ে দেন, সে-ই তা পায়। তুমি যদি আন্তরিক হও, আল্লাহ কখনো তোমাকে ফিরিয়ে দেবেন না।”

 

সোহান এরপর নিয়মিত কুরআন পড়তে লাগলো। কুরআনের আয়াতগুলো তার মনে এক নতুন শক্তি জাগালো। সে বুঝতে পারলো—ইসলাম শুধু নামাজ-রোজার ধর্ম নয়, এটা জীবনকে সুন্দর করার পূর্ণ দিশা।

 

আজ গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়। যে ছেলেটি আগে গান-বাজনা, আড্ডায় ডুবে থাকতো, এখন সে ভোরে মসজিদের আযান দেয়, ছোটদের কুরআন শেখায়, আর নিজের জীবনে ইসলামের আলো ছড়িয়ে দেয়।

 

গল্পের শিক্ষা:

  •  হেদায়েত শুধু বইয়ে পাওয়া যায় না, এটা আসে অন্তরের তাওবা ও আল্লাহর রহমতে।
  •  আজ যদি কেউ পথভ্রষ্ট হয়েও আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তবে তার জীবনও আলোয় ভরে উঠতে পারে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park