হালাল রুজির কথা
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রুজিরোজগার হালাল পন্থায়
মিলতে পারে সুখ,
হারাম পথের রুজিরোজগার
কপাল পোড়া দুখ।
অন্যায় পথের পথিক যে জন
মনে শান্তি নাই,
আচমকা তার বিপদ আসে
কষ্টে ভোগে তাই।
সঠিক পথের সোনার জীবন
আমরা সবাই চাই,
হারাম রুজির অন্যায় পথের
শান্তি নাকি পাই।
হালাল পন্থায় রুজিরোজগার
সৎ মানুষের কাজ,
হালাল রুজি রোজগার হলো
মোমিন বান্দার তাজ।
হালাল হারাম মানার বিধান
সৃষ্টির জন্য হয়,
প্রকৃতির এই বিধান কায়েম
জগৎ জুড়ে রয়।