মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কানি পাড়া এলাকার নবম শ্রেনীর ছাত্রী তাসলিমা আক্তার (১৫) কে প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দিয়ে অপহরন করে নিয়ে ২৪ ঘন্টা আটক রেখে ধর্ষণের পর ছেড়ে দিয়েছে এ অভিযোগে মেয়ের বাবা আফজাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এজাহার সুত্রে জানা গেছে উপজেলার বাড়াই পাড়া( কানি পাড়া) গ্রামের বাবু হোসেন এর ছেলে অন্তর ইসলাম (১৭) একই পাড়ার আফজাল হোসেন এর নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ে তাসলিমা আক্তার (১৫) কে বিয়ে করবে মোবাইল ফোনে প্রস্তাব দেয় এক পর্যায়ে গত- ০১/০৪/২৫ ইং তারিখ রাতে বাড়ীর বাহিরে মেয়ে কে ডেকে নিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে ভাগিয়ে নিয়ে ভুট্রা খেতে ধর্ষণ করে রাত শেষে লালমনিরহাটে নিয়ে যায় সারাদিন বিভিন্ন জায়গায় ঘোড়া ফেরার এক পর্যায়ে সময় কাটিয়ে -০২/০৪/২৫ ইং তারিখ দিন শেষে-সন্ধার পর বাড়ীর সামনে রাস্তার পাশে দোকানের সামনে রেখে অপহরন কারী অন্তর পালিযে যায় এমতাবস্থায় পথচারী মাধ্যমে তাসলিমা আক্তার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করার এক পর্যায়ে তাসলিমার বাবা আফজাল হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় এই মর্মে একটি ধর্ষণ মামলা দারে করেন। মামলার বিষয় থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী এজাহার পাওয়া গেছে সত্যতা স্বীকার করে তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com