1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

হাতীবান্ধায় শীত ও কুয়াশার দাপট কুয়াশার চাদরে ঢাকা চারপাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

লেখকঃ মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গত কয়েকদিন থেকে বেড়েছে শীত ও কুয়াশা। পড়ছে শিশির কণা,বইছে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া। প্রকৃতির রূপকে যেন কুয়াশা চাদর দিয়ে ঘিরে রেখেছে। মাঝে মধ্যে বইছে হিমালয় অঞ্চল থেকে আসা হিমেল হাওয়া। সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। অল্প সময়ের জন্য উঁকি দিয়ে আবার হারিয়ে যাচ্ছে। এই উপজেলাটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রত্যেক বছর ব্যাপক পরিমাণে ঠান্ডা হয়৷ অগ্রহায়ণ মাস শেষ হতে না হতেই বেড়েছে শীত কুয়াশার দাপট। গত ৯ ডিসেম্বর সারাদিন সূর্যের দেখা মেলেনি। আকাশ ছিল মেঘলা মনে হয় বৃষ্টি আসবে।

 

কুয়াশা এমন ভাবে ঢেকে নিয়েছে যে গাছ পালা পশু পাখি রাস্তা ঘাট দিয়ে চলার পথে কাছাকাছি মানুষজনকেও দেখা যাচ্ছে না। রাস্তা ঘাটে যানবাহন চলছে খুবই ধীর গতিতে। ছোট বড় সকল যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা গিয়েছে। শীত বাড়ার পাশাপাশি কষ্টে ও ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের সকল মানুষ।

 

কয়েকটি স্থান ঘুরে মানুষের কাছে শোনা যায়  কন না বাহে সন্ধ্যা হইতে খালি খালি ঠান্ডা নাগে। যে কুয়াশা হইছে ঠান্ডায় ঘর থেকে বেড়ায় যায় না। হামরা তো সারাদিন লেপ কম্বল কেতা গায় দিয়া তো বেরের পাই না।  যদি একনা বেড়াই তাহলে আগুন জ্বালিয়ে বসি তবুও সকাল হলে পেটটার জন্যে কামাইয়ের জন্য যাওয়ায় নাগে। পাঁচ দশ হাত পর সামনের কোনো কিছুকেই দেখা যাচ্ছে না। সন্ধ্যার পরপরই অন্ধকারের মতো ধেয়ে আসছে কুয়াশা। রাতের বেলা তো টিনের চালে বৃষ্টির মতো টিপটিপ করে পড়ছে শিশির কণা।

 

এদিকে শীতের প্রকোপের পাশাপাশি বেড়েছে গরম কাপড় কেনার ধুম। শীত বাড়ার পাশাপাশি ধুম বেড়েছে গরম কাপড়ের তবে দেখা দোকানের চেয়ে ব্যাপক ভীড় জমেছে ফুটপাতের ছোট খাটো দোকানগুলোতে। কাপড় ব্যবসায়ীরা বলেছেন শীতের কাপড়ের খুবই চাহিদা বেড়েছে। মোটামুটি শীতের কাপড়ের ব্যবসা ভালোই চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park