ডেক্সঃ মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
হাতীবান্ধা(লালমনিরহাট) রবিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকায় আসাদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে মারা গেছে।
জানা গেছে উপজেলার উত্তর গোতামারী এলাকার হাবীবুর রহমানের ইরি ধান ক্ষেতের আইলে গরুর ঘাস কাটার সময় সেচ পাম্পের সংযোগ তারে পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪০) মারা গেছে। মৃত্যু আসাদুল ইসলাম উত্তর গোতামারী এলাকার আব্দুস সামাদ এর পুত্র। পড়ে স্থানীয় থানার এস আই জাহিদুল ইসলাম দুঘর্টনা স্থান পরিদর্শন করে থানায় ফিরে এই মর্ম্মে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে বলে থানা অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী নিশ্চিত করেছে।