শপথ হলো নতুন দেশের
নতুন পেলাম কই,
আগের মতোই অশান্তিতে
আমরা বেঁচে রই।
শান্তির আশায় প্রাণযে দিলো
কত মায়ের ছেলে,
বিশৃঙ্খলায় এদেশেতে
শান্তি না আর মেলে।
খুন খারাবি হচ্ছে রোজই
হচ্ছে জীবন শেষ,
হলোনা আর পাওয়া মোদের
নতুন একটা দেশ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com