আমাদের নিজস্ব প্ল্যানের বাইরে সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, আর যে প্ল্যানে আমরা বারবার হেরে যাই, আর এই হেরে যাওয়ার কারণে আমরা হারিয়ে পেলি অনেককিছু……
জীবনের কঠিণতম এক মুহূর্তে এসে আমাদের মনে হয় সত্যি আমরা ভুল! আমরা ভুলের মধ্য থেকে সৃষ্টিকর্তার প্ল্যান ভুলে যায়। কারণ মনে থাকে না তিনি না চাইলে মনুষ্যদের দ্বারা কিছু সম্ভব না, অথচ আমরা বোকার মতো নিজের প্ল্যান নিয়ে ব্যস্ত থাকি। দিনশেষে সব প্ল্যান বিনষ্ট করে তাইতো যা হওয়ার হতে দেন, কারণ সৃষ্টিকর্তার উর্ধ্বে কিছু নেই, তিনি যা জান তাই হয় , হাসি খুশি ভাবে স্রষ্টার প্ল্যান মেনে নিতে পারলে জীবন শ্রেষ্ঠ । কষ্ট হলেও আমাদের তা মেনে নিতে হবে, কারণ আমরা মানুষ, ভিনগ্রহের প্রাণী নই, খারাপ সময় আসতে পারে আবার সব ঠিক হয়েও যাবে শুধু স্রষ্টা ভরসা
— আকাশ দাশ সৈকত