1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

স্বৈরাচার তাড়িয়ে স্বৈরাচার ক্ষমতায় বসাবেন?

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

স্বৈরাচার তাড়িয়ে স্বৈরাচার ক্ষমতায় বসাবেন?

মুহা.মুজাহিদ সন্দ্বীপী

 

কি ভাবছেন, দেশ স্বাধীন? না! যদি আমি আপনি এমন কিছু ভেবে থাকি, তাহলে এটা আমাদের ভুল। আমরা মোটামুটি সবাই ইতিহাস জানি। যদিও আমি সরাসরি সেই ইতিহাস দেখিনি, ঠিক আমার ন্যায় এমন অনেক নবীন রয়েছে, যারা সেই ইতিহাস দেখেনি।

 

কিন্তু আমরা সবাই বায়ান্ন বছরের ইতিহাস ভালো করে জানি। গত ৫২ বছরে যারাই আমাদের এদেশের শাসন ক্ষমতায় এসেছে, তাদের কেউই আমাদের নিয়ে ভাবেনি। বরং তারা সবাই শুধু নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করেছে।  যখনই তারা এদেশের শাসন ক্ষমতার মালিক হয়েছে, সাথে সাথে তারা মাফিয়া, স্বৈরাচারী বনে উঠেছে। শুরু করে দিয়েছে লুটতরাজ, স্বৈরাচারী, নৈরাজ্য এবং দিনে দিনে ভাবতে লেগেছে দেশটা শুধু তাদের একার। এই দেশে শুধু তারাই থাকবে, আর যারা তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সত্যের পথে অনমনীয় থাকবে, তাঁদের বুকে বন্দুক ঠেকিয়ে দিবে।

 

এটাই কি আমার স্বাধীন দেশ? এটাই কি আমার স্বাধীনতা? এরি জন্যই কি আমার ভাই রক্ত দিয়েছে?

 

যদি বলেন আমরা দেশ স্বাধীন করেছি, এদেশে স্বাধীনভাবে চলার জন্য। তাহলে আমার প্রশ্ন যে, একজন কে তারিয়ে ঠিক তার ন্যায় অন্য আরেকজনকে ক্ষমতায় বসানো কি আমাদের পরাধীনতা নয়? আমরা এদেশ থেকে স্বৈরাচার মুক্ত করার সাথে সাথে দেখতে পেলাম যে, আরেক স্বৈরাচারী গোষ্ঠী বেরিয়ে পড়েছে। যা এতদিন এক স্বৈরাচারীর কারণে, তাদের স্বৈরাচারী বন্ধ ছিল।

 

দেখা যাচ্ছে যে, ওদেরকে তাড়ানোর কারণে, এরা আরো শক্তিশালী হয়ে গিয়েছে। চতুর্দিকে ভাঙচুর, হানাহানি, মারামারি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন সহ বিভিন্ন অপকর্ম শুরু করে দিয়েছে। এখন এরা মনে করছে যে,দেশটা তাদের হয়ে গিয়েছে। একবার Aকে নামিয়ে Bকে উঠাবো, আবার Bকে নামিয়ে Aকে উঠাবো। এভাবে আর কতদিন চলবে? উভয় সাপের তো একই বিষ।

 

এজন্য আমাদের ছাত্র সমাজকে স্বজাগ হতে হবে। যে উদ্দেশ্য নিয়ে আমরা বিজয়ী এনেছি, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, সে উদ্দেশ্য, আশা- আকাঙ্ক্ষা এবং সে রক্ত যেন বৃথা না যায়। আমাদের কাজ এখনো শেষ হয়নি, কারণ যুগল সাপের একটাকে হটিয়েছি,  কিন্তু সে চলে গেলেও তার জোড়া ভাইকে এদেশে রেখে গিয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, যেকোন মূল্যেই এদেশকে যুগল সাঁপ মুক্ত করতে হবে।

আল্লাহতালা আমাদের প্রত্যেকটা ভাইকে কবুল করুন, আমীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park