স্বপ্নের বাংলাদেশ
মোঃ আজহারুল ইসলাম অপুর্ব
১৬ ডিসেম্বরের সূর্যোদয়। পুরো বাংলাদেশ লাল-সবুজের রঙে মোড়া। বিজয় দিবসের প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে রেহানাও বের হলো। সবার হাতে পতাকা, মুখে দেশপ্রেমের গান। রেহানা সবে ক্লাস সেভেনে পড়ে, কিন্তু তার হৃদয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা। পথে যেতে যেতে সে দাদুকে জিজ্ঞেস করল,
“দাদু, তুমি মুক্তিযুদ্ধ দেখেছো?”
দাদু মুচকি হেসে বললেন,
“হ্যাঁ মা, দেখেছি। তখন আমাদের দেশের জন্য জীবন দিতে হাজারো মানুষ প্রস্তুত ছিল। আমরা যে স্বাধীনভাবে বাঁচছি, এটা তাদের আত্মত্যাগের ফল।”
রেহানা ভাবনায় ডুবে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, “আমি একদিন এমন কিছু করব, যাতে আমাদের বাংলাদেশ আরও গৌরবময় হয়।” পথের শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে রেহানা চোখ বন্ধ করে প্রার্থনা করল, “বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সৎ ও পরিশ্রমী হয়। আমাদের দেশ যেন শিক্ষা, প্রযুক্তি, ও মানবিকতায় সবার আগে থাকে।”
ফেরার পথে রেহানা দাদুর হাত ধরে বলল,
“দাদু, আমরা যদি সবাই নিজের কাজ ঠিকমতো করি আর অন্যায় না করি, তাহলে কি বাংলাদেশ একদিন সবার চেয়ে এগিয়ে থাকবে?”
দাদু হাসিমুখে বললেন,
“অবশ্যই মা, আমাদের দায়িত্ববোধই দেশকে এগিয়ে নিয়ে যাবে।” রেহানার চোখে তখন ভবিষ্যতের এক উজ্জ্বল বাংলাদেশ ফুটে উঠল—একটি দেশ যেখানে শান্তি, উন্নয়ন ও সুখের আলো ছড়িয়ে পড়েছে।
শেষ।