স্বপ্নের পৃথিবী ছেড়ে,
যাব আমি চলে।
কেও হবেনা আপন,
মরলে আমার দলে।
বাবা বল,ভাই বলো,
কেও যাবেনা সাথে।
মরলে পরে একা একা,
রাখবে কবরেতে।
বাঁশের চরাট মাটির বেড়া,
সেথায় হবে ঘর।
সেই ঘরে যে থাকব আমি,
আজীবন ভর।
মিছে এই দুনিয়ায় কিসের এত মায়া।
দম ফুরালেই শেষ হবে দুনিয়ার ছায়া