তন্ময় চক্রবর্তী, ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
স্বপ্নের ছোঁয়া বাংলাদেশ আয়োজিত মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ অংশ নেয় মোট আটটি বই। প্রতিযোগিতার প্রথম ধাপে গ্রুপপর্বে ৪টি বই বিজয়ী হয়— “ষড়ঋতু বারোমাস”, “চা জগত”, “চায়ের দেশে সাহেব বেশে” এবং “লাল নীল দিগন্ত”।
পরে সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয় “চা জগত” এবং “চায়ের দেশে সাহেব বেশে”। টানটান উত্তেজনার ফাইনালে পাঠক ভোটে এগিয়ে থাকে লেখক মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ)-এর লেখা “চা জগত” - বইটি।
চূড়ান্ত পর্বে “চা জগত” বইটি পায় মোট ৩০৫ ভোট, অন্যদিকে “চায়ের দেশে সাহেব বেশে” বইটি পায় ১৯২ ভোট। ফলে ১১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয় “চা জগত”।
আয়োজক কমিটি জানিয়েছে, চা-সংস্কৃতি, প্রকৃতি ও শ্রমজীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এ বইটি পাঠকমনে বিশেষ আবেদন তৈরি করেছে। লেখক রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ) এই অর্জনকে পাঠকপ্রেমের ফসল হিসেবে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
“স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার” এ এবারই প্রথমবারের মতো চা বিষয়ক একটি গ্রন্থ চূড়ান্তভাবে বিজয়ের গৌরব অর্জন করলো।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com