1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

স্বপ্নের চূড়ান্ত পযার্য় — এম জে মেহেদী হাসান 

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

একটা কথা কি ভেবে দেখেন মানুষ স্থির বস্তু নয় অস্থির।  সময় সাথে তার স্থান পরিবর্তন করে ঠিক যেমন ঘড়ি তার মিনিটে কাটা প্রতি সেকেন্ডে পরিবর্তন করে..!

 

তাহলে চলুন আজ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি এবং  আমার পরিচয় টাও ছোট করে দেই আমার নাম “মোহাম্মদ ফাহিম” আজ আমি  প্রথম কলেজে আসলাম কিছুটা আনন্দিত এবং তার সাথে ভয় কাজ করছে একে তো সব নতুন অন্য দিকে সব অপরিচিত তাই। কলেজে ঢুকে দেখি কিছু ছাত্র ছাত্রী বাহিরে দাড়িয়ে আছে। পরে জানতে পারি এখনো নাকি ক্লাস রুম খুলে নাই। অনেক ক্ষণ অপেক্ষা পর খুলা হলো ক্লাস রুম। একটু পর ক্লাসে ঢুকার আগমুহূর্তে একজন ছেলে এসে আমাকে নাম জিজ্ঞেস করলেন আমি হতাশা চিত্রে আমার নাম প্রকাশ করলাম। পরবর্তীতে জানতে পারি সে আমার সহপাঠী তার নাম “সাইদুল” তাকে দেখে মনে হচ্ছে সে অনেক চঞ্চল। সব শেষে ক্লাস রুমে প্রবেশ করলাম। সাইদুল নামক ছেলে টা খুব সহজে দেখি সবার সাথে মিশে যাচ্ছে। আমি একপাশ থেকে তাকিয়ে দেখি। একটু পর একজন লোক ক্লাস রুমে ঢুকলো হাতে কিছু বই এবং মাথায় টুপি পড়া। সবাই ভেবে নিয়েছে “স্যার” বয়স প্রায় চল্লিশের  কাছাকাছি হবে। দেখা মাএ দাড়িয়ে সালাম দেওয়া শুরু করলো সবাই । সবাই কে  লোকটা কিছুটি না বলে আমাদের সারির পেছনের বেঞ্চে গিয়ে বসলো। সবাই লোকটা দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। কারো আর বুঝতে বাকি নেই লোক টাও আমাদের মত শিক্ষার্থী। সবাই হাসাহাসি শুরু করে দিলো। একটু পর “সাইদুল” নামক ছেলে টা লোকটার কাছে জিজ্ঞেস করলো আপনি কি এই ক্লাসের..? লোকটা মাথা নাড়িয়ে বলো জ্বি। এই কথা শুনে ক্লাসে হাসির মাত্রা আরো গেল।

 

আমি ক্লাসে এক কোনায়  বসে নীরবে দৃষ্টিতে তাকিয়ে   দেখছি আর ভাবছি সবাই হাসছে কেন..!? একটু পর আমার সাথে এক জনকে জিজ্ঞেস করলাম তোমরা হাসছো কেন..? উওরে জবাব দিল এই লোকটার বয়স দেখছো আমার বাবার বয়সের। আমি জবাব দিলাম সমস্যা কি তাই বলে কি এভাবে লোকটাকে নিয়ে উপহাস করবা। দেখো লোকটা বয়স যখন পড়ালেখা করার মত বয়স ছিল তখন হয়তো তার আর্থিক বা পারিবারিক সমস্যা কারণে তার  শিক্ষা গ্রহণ করার সময় টা থমকে যা। সে সময়ের সাথে তার রাস্তা পরিবর্তন করে তবে তার স্বপ্ন পরিবর্তন করে নাই। কিন্তু সময় তো আর স্বপ্ন সাথে থমকে থাকতে পারে না। তাই তার বয়সের পরিবর্তন ঘটেছে। কিন্তু তার মনের ভাবনার পরিবর্তন ঠিক আগের জায়গায় রয়ে গেছে। হয়তো সে মানুষ টা এখন নিজেকে নিজে তোমাদের হাসাহাসির কারণে অনুভব করছে। আর মনে মনে ভাবছে স্বপ্নের  মত যদি সময় আমাকে আরো একটু সময় দিতো আজ আমি এখানে সবার হাসির পাএ হতাম না..!

 

 

আমার বিশ্বাস এই মানুষ টা একটা খুব দ্রুত তার স্বপ্ন শহরে পৌঁছে যাবে। আর তখন সবাই হাসির বদলে বাহ্ বাহ্ জানাবে। তাই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে নয় বাহ্ মাধ্যমে তার স্বপ্নের রাজ্য আমন্ত্রণ জানাও তোমাদের সেই ছোট উৎসহ পেয়ে পৌঁছে দিবে তার স্বপ্নে চূড়ান্ত পযার্য়ে..!

 

নামঃ- মেহেদী হাসান জাহিদ

জেলা ঃ- কুমিল্লা

থানা:- কোতোয়ালি

ইচ্ছেশক্তি আইডি নং :- 0020220353

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park