রাজেল আহমেদ, চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেউলগাঁও গ্রামের বাসিন্দা এনামুল হক জাকিরের বিরুদ্ধে মাদক সেবন, জুয়া খেলা এবং স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাকির নোয়াপাড়া গার্মেন্টসে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তার আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্র জানায়, জাকির নিয়মিত মাদক সেবন করেন এবং নেশার ঘোরে বাড়িতে ফিরে স্ত্রী ফাতেমাকে (ফাতেমা) মারধর করেন। টাকার জন্য প্রায়শই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন তিনি। এমনকি, জুয়া খেলায় হেরে গিয়ে স্ত্রীর গয়নাগাটিও বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ফাতেমা বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানিয়েছেন। তবে লোকলজ্জা ও নিরাপত্তার ভয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানা যায়।
এ বিষয়ে সাটিয়াজুড়ি ইউনিয়নের একজন স্থানীয় জনপ্রতিনিধি জানান, "ঘটনাটি আমরা শুনেছি। পরিবারটিকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
এলাকাবাসীর দাবি, এনামুল হক জাকিরের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এ ধরনের নির্যাতন আর কেউ না করে এবং ফাতেমার মতো কেউ আর নির্যাতনের শিকার না হয়।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com