আজও মনে পড়ে স্কুলের স্মৃতি,
দপ্তরি কাকার টুনটুন বেলের ধ্বনি।
শুরু হতো অ্যাসেম্বলির কার্যক্রম,
পরিবেশটা ছিল বেশ মনোরম।
ফিজিক্যাল স্যারের বাঁশির হুইসেলে,
শিক্ষার্থীর সমাবেশ মাঠে চলে।
সুরেলা কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া,
মাথার উপরে লাল- সবুজের পতাকা।
টিফিন বিরতির জন্য ঘণ্টার আওয়াজ,
পাঠাগারে বসতাম ছিল যা রেওয়াজ।
পড়ন্ত বেলা শেষ বিকেলের আড্ডায়,
স্কুলপ্রান্তে খোশগল্পে, বসতাম হাসি ঠাট্টায়।
স্কুলে কেহ না গেলে লইতাম খোঁজখবর,
বর্তমানে দেখছি তবে হয়েছে নেশাখোর।
ছোট-বড় ভাই-বোনের ছিল সম্প্রতি,
এই ছিল আমাদের স্কুল লাইফের স্মৃতি।