সেজেছে প্রকৃতি নতুন রূপে
চারদিকে ফুলে আর ফলে।
সেজেছে প্রাকৃতিক সৌন্দর্য ভড়া,
শরৎতের আজ আগমনে।
আকাশ দেখি মেঘে ঢাকা
হঠাৎ করে আসে বৃষ্টি।
সেজেছে প্রকৃতি নতুন রূপে
অপরুপ রূপে সৃষ্টি।
নদী আর নালায় দেখি
কাশফুলে সাদা সাদা
স্যাঁতস্যাঁতে বৃষ্টি ভেজা দিনে
রাস্তা ঘাটে জমে কাঁদা।
প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যে আমি
হয়ে যায় পাগল দিশেহারা।
কোথাও পাবে না আর তুমি?
অপরূপ সৌন্দর্যে সোনার বাংলা ছাড়া।
এই সোনার বাংলার প্রকৃতি
আমি বড্ড বড় ভালোবাসি।
শরৎতের আগমনে সবার মনে,
হাসি আর যেন খুশি।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com