সুখের সাগরে ভাসছি প্রিয়, অনন্ত সুখ বিলাসিতার হাওয়ায়;
মুখ লুকিয়ে কখন যেন খুঁজতে হয় এই সুখেরই মূখ্য দাওয়াই।
জেনেশুনেই গা ভাসিয়ে চলছিতো ভোগ্য সুখের অনূকূলে,
টপটপিয়ে উঠছে দেখো সেই সুখেরই জোয়ার গেঁজে -ফুলে।
মৌজ মজিয়ে সুখ সাগরে দুলছি এ কেমন অতি হেলেদুলে!
সেই সুখেরই নৌকাডুবি হয় যে কখন আপনা ভুলে।
পারবো কি ধরে রাখতে খেই- সে সুখরাজ্য বিস্তারের অগ্রগতি?
ফুসলিয়ে ফুসলিয়ে ছেলে ভুলিয়ে এ সুখ দোষের অবনতি ?
নাকি অজান্তেই মনে নিজেই নিজে করছি গোপনে চরম ক্ষতি?
সেই ভুলেরই খেসারতে পড়বে কি এই জীবনে শেষ যতি?
তার চেয়ে ভালো যা হোক যত দেখা যাবে তো শেষবারে,
চলছি যেমন চলিই তেমন সুখালস্যে জীবনের আড়ে আড়ে।
মিটিয়ে নিয়ে মনের খেদ বাড়িয়ে সাথে তুপ্তির দেহারাম,
শেষ হইলেই জীবন শেষ, থাকবে কি আর হে কোন নাম?
তাই দোনাইমোনাই সরিয়ে মনে- ফন্দি আঁটি সুখসন্ধানে,
বাড়ুক বাড়ুক আরও বাড়ুক সুখসাগরের আমার উপভোগ্য মানে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com