সীমান্তের জলযন্ত্রণা
ইয়াকুব আলী তুহিন
জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ।
ইচ্ছাশক্তি আইডি ০০২০২২০৩৭০
জলে ডুবে গেছে সব,
ভাসছে ঘরবাড়ি, মাঠের ফসল।
তবুও মানুষগুলো বাঁচার লড়াই করে,
বাঁচার আশা নিয়ে খুঁজে ফিরে।
অন্যের দুর্ভোগে কেন আমাদের জীবন এভাবে গড়ে?
ফেনীর মাটি জলে ধুয়ে গেছে,
নোয়াখালীর নীলাকাশ মেঘে ঢেকে আছে।
লক্ষ্মীপুরের ভিটে, কুমিল্লার ধান ক্ষেত—
সব কিছুই বানের জলে তলিয়ে গেছে।
আমরা কি পাবো শান্তির বাণী জীবনে আশার আলো?
শিশুরা কাঁদে, বৃদ্ধেরা হাহাকার করে,
জীবনের নদীটাও বন্যার স্রোতে ডুবে মরে।
আলোহীন অন্ধকারে হারিয়ে যায় সুখের দিন,
ফেনী, নোয়াখালী কেবল
রূপকথার মতো কেন দিনে দিনে হয়েছে বিলিন?
খাগড়াছড়ি, রাঙামাটি,কক্সবাজার,
সাগরের তাণ্ডবে ভেসে যাচ্ছে দিনরাত।
বাঁধ ভেঙে আসা লোনা জল,
প্রশ্নের উত্তর খোঁজার সাধ
কেনই বা এই নির্মম দুর্ভোগের প্রহর?
প্রশ্নের ঢেউ মোর মনের ভেতর,
নিস্তার আসবে কি একদিন,আসবে কি কভু শান্তির সমাধান..?
ভারতের নদীর পাড়ে,বদ্ধ জলাবদ্ধতার হাহাকার,
হঠাৎ কেন খুলে দেওয়া হলো সীমান্তের বন্ধন?
শ্রান্ত আত্মার খোঁজে কাঁদছে, ভাসছে স্রোতে ভাসমান।
এ কেমন বাস্তবতা, কেনই বা এত কষ্ট?
উত্তর কি আমরা জানতে পারবো,
এই জলাবদ্ধতার দুঃখের কি হবে সমাধান?
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com